বন্দর আমাদের! রেল আমাদের! বিমান, টেলিটক, বিআরটিসি, পাটকল, চিনিকল—সবই তো আমাদের ছিল! কিন্তু প্রশ্ন হলো, যারা এগুলোকে ধ্বংস করেছে, অলাভজনক বানিয়েছে, তাদের কি কখনও বিচার হয়েছে? যুগ যুগ ধরে লক্ষ কোটি টাকার প্রতিষ্ঠানগুলোকে লুটপাটের আখড়া বানানো হয়েছে, আর দেশের কোটি তরুণ বেকারত্বের দায় নিচ্ছে।
রেলে যাত্রী কম না, টেলিটকের সিম কিনতে মানুষের লাইন, বিমানে চাপ কিন্তু তবুও 'লস'! কেন? কারণ, দুর্নীতির মন্ত্রণালয়গুলোর অধীনে একটি প্রতিষ্ঠানও সফল হয়নি। রাস্তা বানানোর বাজেট বিশ্বে সবচেয়ে বেশি, কিন্তু সেই রাস্তা টিকে সবচেয়ে কম দিন। কারা দায়ী? যারা দেশের সম্পদকে 'আমাদের' বলে দাবি করে, কিন্তু আসলে তা চালায় স্বার্থান্বেষী গোষ্ঠী।
দখল-লুটের এই সিস্টেম ভাঙতে হবে। বিচার চাই, জবাবদিহিতা চাই, আর সৎ পরিচালনা চাই। নইলে 'আমাদের' প্রতিষ্ঠানগুলো শুধু কাগজেই থাকবে, বাস্তবে ধ্বংসস্তূপ!
সর্বশেষ এডিট : ২০ শে মে, ২০২৫ দুপুর ১২:০৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




