বাঁশখালী ও পর্যটন - প্রকৃতি, ইতিহাস ও সম্ভাবনার এক অনন্য মিলনস্থল
চট্টগ্রামের দক্ষিণ সীমান্তে নদী, পাহাড় ও সাগরের মেলবন্ধনে গড়ে ওঠা এক অপার সৌন্দর্যের জনপদ—বাঁশখালী। ইতিহাসের দীর্ঘ পথচলা, উপকূলীয় জনজীবনের সংগ্রাম, পাহাড়ি প্রকৃতির নীরবতা আর আধুনিক উন্নয়নের স্পর্শ—সব মিলিয়ে বাঁশখালী আজ আর শুধু একটি উপজেলা নয়; এটি হয়ে উঠছে সম্ভাবনাময় এক পর্যটন অঞ্চল। যেখানে একদিকে সমুদ্রের ঢেউ প্রতিদিন আলতো করে ছুঁয়ে... বাকিটুকু পড়ুন


