"তাসনিম জারা শুধু একজন নন—এক প্রত্যাশা, এক সম্ভাবনার নাম!"
অক্সফোর্ডের পাঠ চুকিয়ে বাংলাদেশের মিনি ট্রাকে উঠে মানুষের মাঝে মিশে যাওয়া—এটা কোনো সাধারণ সাহসের কথা নয়। এটা হলো এক অদম্য দেশপ্রেমের গল্প, যেখানে একজন শিক্ষিত মেয়ে রাজনীতির কঠিন মাঠে নামলেন শুধু এই বিশ্বাসে যে "ভালোবাসা দিয়েই পরিবর্তন আসে"।
জুলাইয়ের সেই হাজারো মেয়েরা প্রমাণ করে দিয়েছে—বাংলাদেশের নারীরা শুধু রান্নাঘর বা অফিসের ডেস্কে আটকে নেই। তারা রাজপথেও সমান সক্রিয়, সমান দৃঢ়। গুলির ভয়েও তারা পিছপা হয়নি, বরং বুকের আগুন নিয়ে ঘরে ফিরেছে। এই আগুনই তো আগামীর বাংলাদেশের ইন্ধন!
তাসনিম জারা যদি টিকে যান, যদি মানুষের মাঝে থেকে লড়াই চালিয়ে যান—তাহলে এটা শুধু তাঁর ব্যক্তিগত জয় নয়। এটা হবে সব শিক্ষিত, মেধাবী নারীদের জন্য রাজনীতির দরজা খুলে দেওয়ার ইতিহাস। হার্ভার্ড-প্রিন্সটনের মেধাবীরা ফিরে আসবে দেশে, রাজনীতিতে নামবে, দেশকে বদলানোর স্বপ্ন নিয়ে।
তাঁর লড়াই শুধু তাঁর নয়—এ লড়াই আমাদের সবার, বিশেষ করে বাংলাদেশের প্রতিটি মেয়ের যে বিশ্বাস করে, "আমিও পারি!"
সর্বশেষ এডিট : ২৫ শে মে, ২০২৫ সন্ধ্যা ৭:১২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




