আমি জামাত বা বি. এন. পি. করি না।
কারণ যারা শুধুমাত্র ক্ষমতা দখলের জন্যে সাধারণ মানুষকে লাশে রুপান্তর করতে পারে তারা সকল মানুষের শত্রু।
তাই বলে ভাববেন না যে আমি আওয়ামীলিগের চামচা।
যারা এতো মানুষের মরণ দেখেও, আরামের গোদী ছাড়ে না, তারা কখোনই জনগণের বন্ধু হতে পারে না বা সাধারণ মানুষের ভালো চায় না।
আমি জাতীয় পার্টিরও সাপোর্টার নই।
যে দলের নেতার নেই কোন ব্যক্তিত্ব সে দল কখোনই পাবে না আমার সাপোর্ট।
আমি অপেক্ষায় আছি সেই সৎ নেতার, যে জনগণের ভালোর জন্যে সব কিছু করতে প্রস্তুত থাকবে। জনগণকে দেবে সত্যিকারের স্বাধীনতা…।।।
।
।
।
।
অপেক্ষায় থাকলাম তার জন্যে। তবে আমি শোঙ্কিত এই ভেবে যে, আদৌ এমন নেতা কি আসবে এই বাংলার বুকে!!!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


