শাহবাগ একটি স্থানের নাম। এখন শুধু স্থানের নামই না এটি একটি জাগরনের নাম। শাহবাগকে নিয়ে অনেকের মধ্যে অনেক কথা থাকলেও এটা বলা যায় শাহবাগ ছিল তরুন দের কথা বলার প্রথম এবং একমাত্র প্লাটফর্ম। শাহবাগ নিয়ে আমার কিছু বলার আছে আশা করি আমাকে কেও ভুল বুঝবেন না।
*সরকারের সমর্থনেকি কি কোন আন্দোলন হয়?
*কাদের মোল্লা সহ যুদ্ধাপরাধীদের বিচারে যাদের ব্যর্থতা সবচেয়ে বেশি ফুটে উঠে সেই প্রসিকিউসনের বিরুদ্ধে কেন কোন কথা উঠলো না?
*আন্দোলনকে এত দির্ঘমেয়াদী করে কেন প্রশ্ন বিদ্ধ করা হলো।
*যাদের যন্ত্রনায় বাংলাদেশের কোন শিক্ষা প্রতিষ্ঠানে শান্তি নাই সেই ছাত্রলীগ নেতৃবৃন্দকে কেন নেতৃত্ব দিতে দেয়া হয় যা আমার স্বচোক্ষে দেখা।
*যুদ্ধাপরাধীদের বিচারথেকে কেন একটি পত্রিকার বিরুদ্ধে বিশাদাগার শুরু হলো?
*সর্বোপরী সরকারের সহযোগীতার বাইরে গিয়ে কি কিছু করার ক্ষমতা আছে তরুন প্রজম্মের?যা এর আগে মাহী বি চেীধরী সহ অনেকে চেষ্টা করেও পারেন নি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





