আচ্ছা,আমাদের এই নীল আকাশকে চাঁদ থেকে দেখলে কেমন দেখাবে??
কালো!!নিকষ কালো !!
হ্যা. কালোই ।কারণ চাঁদে বাতাস নেই ।আর বাতাসহীন যেকোন জায়গা-সে হোক মহাশূন্য অথবা কোন গ্রহ-উপগ্রহ ,সেখান থেকে আকাশকে দেখতে কালো দেখাবে ।

আচ্ছা ,পৃথিবীর বাইরে থেকে পৃথিবীকে দেখতে কেমন দেখায় ?? এরকম প্রশ্নও কি কভু জেগেছে মনে? তাহলে জেনে নিন - পৃথিবী থেকে দৃষ্টগোচর মহাশূন্য দূরত্ব থেকে পৃথিবী দেখতে 'নীল' বর্ণের ।এই 'নীল' মহাশূন্যে আর কোথাও খুজে পাওয়া যাবে না ।

আমরা সবাই জানি ,পৃথিবীতে আলোর একমাত্র উত্স হচ্ছে- সূর্য্য ।সূর্য্য আলো থেকেই দৃষ্টিগোচর হয় সব রঙিন বস্তু ,এই রঙিন দুনিয়া ।
খুব বেশি দিন আগের কথা না- পৃথিবীর মানুষ ভাবতো যে ,বস্তু থেকে আলো এসে আমাদের চোখে পরতো ফলে বস্তুটি দেখা সম্ভব হতো ।এখন এই দৃষ্টিভঙ্গি বদলেছে এবং প্রমাণিত হয়েছে যে- বস্তু নয় বরং সূর্য্য বা উত্স থেকে আলো বস্তুর উপরে পরে ।ফলে বস্তুটি একটি নিদির্ষ্ট ছবির প্রতিবিম্ব তৈরী করে আমাদের চোখের রেটিনায় ।রেটিনা সেই প্রতিবিম্বর প্রতিচ্ছবি পাঠায় মস্তিষ্কে এবং বস্তুটি দৃষ্টিগোচর হয় ।
===========================
কেউ কেউ হয়ত ভাবছেন ,এই প্রাইমারি লেভেলের সায়েন্স শেখানোর জন্য এই পোস্ট! না ,সামুর বাঘা বাঘা ব্লগারদের কাছে আমার শুধুমাত্র একটা সহজ প্রশ্ন-
""আচ্ছা ,আমরা আকাশ দেখি কিসের আলোতে ??? বা কীভাবে ???""
সূর্য্যের আলো বস্তুর উপর না পরলে বস্তু 'দেখা' সম্ভব নয় ।তার মানে- সূর্য্যের আলো গিয়ে পরছে আকাশে!!
এটা যদি সম্বব না হয় তবে কি অন্যকোন নক্ষত্রের আলোতে আলোকিত হচ্ছে আকাশ!! নাকি তৃতীয় অপশন- আকাশেরও নিজস্ব আলো আছে??
কিন্তু রাত হলেই আবার টের পাই- এই তিনটার কোন অপশনেই সঠিক উত্তরটা নেই ।তা নাহলে... রাতের আকাশ কেন কালো হয় ?
আচ্ছা ,এর একটা উত্তর আছে । প্রথম অংশে বলা আছে ,বায়ুহীন অবস্থা থেকে আকাশ 'কালো' দেখায় ।অর্থাত্ বায়ুময় পৃথিবী থেকে আকাশ রঙিন দেখায় ।কিন্তু আলো বস্তুতে না পরলে সেটা কিকরে রঙিন হতে পারে!!!?? আমার বোধগম্য হচ্ছেনা ।।
আচ্ছা ,অংকে তো কত কিছুই 'ধরে নিয়ে' সমাধান করি ।এবার ইকটু ধরে নেওয়া যাক তাহলে...
আবারও আমার বোদগম্য হচ্ছে না ।
আপনি না হয় আমাকে শিখিয়ে যান ।একটা সহজ প্রশ্নের কিছু জটিল উত্তর দিয়ে যাবেন আপনি ।

বায়ু ,শূন্য ,রঙ ,কালো ,আলো ,সূর্য্য আহামরি আকাশ!! প্যাচিপ্যাচেপ্যাচেয়েট ,কিচ্ছু বুঝে আসে না
সর্বশেষ এডিট : ২৫ শে জুন, ২০১৬ ভোর ৪:১৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


