রাখাইন দুর্বৃত্তের ঘাটি ।মগরা সম্ভবত সভ্য পৃতিবীর সবচেয়ে অসভ্য ।রোহিঙ্গারা তাদের সাথে টেক্কা দিয়ে টিকতে পারেনি ।শক্তিতে হেরেছে ।মার খেয়েছে । কিন্তু সভ্য জগতের সাথে তুলনা করলে রোহিঙ্গাদের দুর্বৃত্তই বলতে হবে ।এরা দরিদ্র গোষ্ঠী ।শিক্ষা থেকে বরাবরই বঞ্চিচ হয়েছে ।চুরি ,ডাকাতি ,রাহাজানি এইকেসেমের সব কিছু শিখেছে ।এদের রক্তে মিশে আছে এসব ।
যাই হোক ,জাতিসংঘের হিসেবেই পৃথিবীর সবচেয়ে নির্যাতিত এই রোহিঙ্গারা ।বাংলাদেশের প্রতি আহ্বান এসেছে রোহিঙ্গাদের জন্য বর্ডারগেট খুলে দিতে ।আমাদের সরকার সারা দেয়নি সেই আহ্বানে ।কেন দেয়নি?
গড়ে প্রতি বর্গ কিলোমিটারে মানুষের সংখ্যা প্রায় ১৫০০ এদেশে ।একটা কারণ হতে পারে ।।হতে পারে ওরা দুর্বৃত্ত জাতি ,সুতরাং নিরাপদ নয় ।।অথবা এও হতে পারে- আমরা রাষ্ট্রীয় ভাবে পর্যাপ্ত উদার হতে পারি নি ,সরকার পারে নি ।।
কিন্তু এসব কারণের কোনটাই ধোপে টিকবে না । ১৫০০ ভিতরে আরো দু-তিন জন গেলে আসলে আমাদের কিচ্ছু যায় আসে না ।অর্থনৈতিক ভিত্তী আমাদের ওতটা দুর্বল নয় ।বাইরে থেকে আরো দু-কোটিকে দুবছর বসিয়ে খাওয়ানোর ক্ষমতা আমাদের আছে ।
ওরা দুর্বৃত্ত ঠিক আছে ।সারা জীবন এর ওর ঘড়ে সিধ কেটে বড় হয়ে ।হল মার্ক কেলেঙ্কারিকে আমাদের যা খোয়া গিয়েছে ,ওরা সবাই মিলে সারা জীবনে তার ৫% পরিমাণ লুট করতে পারবেনা ।শিল্প ব্যাংক ,সোনালী ব্যাংক ,সম্প্রতি বিশ্বব্যাংক এসব কেলেঙ্কারীর কাছে ওরা অপরাধী হিসেবে বাচ্চা ।সুতরাং ওদের নিয়ে ভয় পাওয়ার কিছু নেই ।বরং ওদের নাগরিকত্ব দিয়ে ওদের ওই স্বভাবসুলভ উগ্রতাকে অপরাধী দমনেও ব্যয় করা যেতে পারে । আমাদের সরকারের আশেপাশে যারা আছে তাদের মাথায় এসব ঢুকবে না ।ওদের মাথার থেকে মুখে জোর বেশি ।
শেষে রইল আমাদের উদরতা ।এই ব্যাপারটা নিয়ে আলোচনা না করে অন্যভাবে চিন্তা করতে পারি ।এই ইস্যুতে রোহিঙ্গাদের জন্য আমাদের বর্ডারগেট সবসময়ই বন্ধ ছিল ।কিন্তু তবুও ইতিমধ্যে পাঁচলাখ ঢুকে গেছে!! বার্মায় যে আট লাখ এখনো আছে তাদের অন্তত ৯০ ভাগ বাংলাদেশে চলে আসতে চাচ্ছে ।এবং যেকোন মূল্যে চলে আসবে।মরে অথবা বেঁচে । সিরিয়ার ২ লাখ শরনার্থী নিয়ে জার্মান মানবতার প্রতীক হয়ে গেল ।আমরা অভাবী জাতি হয়েও ৫ লাখ টানছি ,কারো নজোর নেই !! কেন? কারণ আমাদের সরকারের মাথামোটা সিদ্ধান্ত ।
সর্বশেষ এডিট : ২২ শে নভেম্বর, ২০১৬ দুপুর ১২:৫৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


