ছেঁড়া ক্যানভাস
১
কতদিন আর খোঁড়াখুঁড়ি
বুক চেপে কতদিন শ্বাস?
ছাইদান, শূন্যের পাশে
আমার তুমুল বসবাস।
২
দু’হাতে আগুন নিয়ে কতদিন জাগলিং খেলা?
তুমি কি মেঘের মতো নিজেকেই ভাঙো আর গড়ো?
জঠর পেরোনো এই থইথই আলোময় মাঠে
কঠিন চোখের পাশে আমি ক্রমে মূক, জড়োসড়ো !
৩
এ হাত ছোঁয়নি কোনো ভুল নাকছাবি
চোখের তারায় তবু ভ্রম ভাসে রোজ
নির্জন সিমক্ষেতে মরা প্রজাপতি
কোনো কি বার্তা রাখে স্নায়ুর ভিতর?
৪
যেভাবে লতারা বাড়ে, বেড়ে ওঠে রোজ
তুমি কি তেমন করে নিজেকে জড়াও?
ঝরাপাতাদের খসখস ধ্বনি শুনি
কান পাতি তাই, চেনা পথ যদি মাড়াও !
৫
রাত বাড়ে, আর বেড়ে ওঠে ক্রমে ঋণ
এত শীতভাব, শূন্যের এত কাছে
পরাধীন যত ইচ্ছের মৃত শব
দাবিহীন নত শিউলির বুকে নাচে।
৬
ঝকঝকে রোদ আর ক্লান্ত পাখির ডানা ছুঁয়ে
ভাঁজহীন মুখ খুঁজে যে বালক পুড়ে যায় একা
কোনো এক অবসরে তার মুখে খুঁজে দেখো তুমি
কীভাবে সাজানো এই রেফ, কমা, অক্ষর, দাঁড়ি।
৭
এভাবে বা কতদিন নিশ্চুপ, একা একা থাকা?
কতদিন ধরে এই ‘ভালো আছি’, ‘তোফা আছি’ ভান?
অনাবাদি রাতজুড়ে গভীরে ক্ষরিত লোনা জল
দাঁতে-নখে ছিঁড়েখুঁড়ে আমাকেই করেছে কাঙাল।
৮
তবে কি মায়াবী আমি জ্যোৎস্নার মতো ?
দু’পাশের মুখগুলো আরও কাছে আসে ---
সহসা ছিন্ন হলে মায়াজাল, ছবি
কোথায় দাঁড়াবো আমি, কোন পরবাসে ?
আলোচিত ব্লগ
হাদির আসল হত্যাকারি জামাত শিবির কেন আলোচনার বাহিরে?

গত মাসের শেষের দিকে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারওয়ারের ছেলে সালমান, উসমান হাদির সঙ্গে খু*নি ফয়সালের পরিচয় করিয়ে দেন। সেই সময় হাদিকে আশ্বস্ত করা হয়—নির্বাচন পরিচালনা ও ক্যাম্পেইনে তারা... ...বাকিটুকু পড়ুন
বাংলাদেশ একদিন মাথা উঁচু করে দাঁড়াবেই
বাংলাদেশ একদিন মাথা উঁচু করে দাঁড়াবেই

ভিনদেশী আধিপত্যবাদের বিরুদ্ধে সত্যের বজ্রনিনাদে সোচ্চার হওয়ার কারণেই খুন হতে হয়েছে দেশপ্রেমিক আবরার ফাহাদকে। সেদিন আবরারের রক্তে লাল হয়েছিল বুয়েটের পবিত্র... ...বাকিটুকু পড়ুন
রাজাকারের বিয়াইন

শহীদুল ইসলাম প্রামানিক
রাজাকারের বিয়াইন তিনি
মুক্তিযোদ্ধার সন্তান
ওদের সাথে দুস্তি করায়
যায় না রে সম্মান?
কিন্তু যদি মুক্তিযোদ্ধাও
বিপক্ষতে যায়
রাজাকারের ধুয়া তুলে
আচ্ছা পেটন খায়।
রাজাকাররা বিয়াই হলে
নয়তো তখন দুষি
মেয়ের শ্বশুর হওয়ার ফলে
মুক্তিযোদ্ধাও খুশি।
রচনা কালঃ ১৮-০৪-২০১৪ইং... ...বাকিটুকু পড়ুন
দিপুকে হত্যা ও পোড়ানো বনাম তৌহিদী জনতা!

পাইওনিয়ার নিটওয়্যারস বিডি লিমিটেড (Pioneer Knitwears (BD) Ltd.) হলো বাদশা গ্রুপের (Badsha Group) একটি অঙ্গ প্রতিষ্ঠান। বাদশা গ্রুপের প্রতিষ্ঠাতা ও প্রধান কর্ণধার হলেন জনাব বাদশা মিয়া, যিনি একইসাথে এই... ...বাকিটুকু পড়ুন
সাজানো ভোটে বিএনপিকে সেনাবাহিনী আর আমলারা ক্ষমতায় আনতেছে। ভোট তো কেবল লোক দেখানো আনুষ্ঠানিকতা মাত্র।

১০০% নিশ্চিত বিএনপি ক্ষমতায় আসছে, এবং আওয়ামী স্টাইলে ক্ষমতা চালাবে। সন্ত্রাসী লীগকে এই বিএনপিই আবার ফিরিয়ে আনবে।সেনাবাহিনী আর আমলাদের সাথে ডিল কমপ্লিট। সহসাই এই দেশে ন্যায়-ইনসাফ ফিরবে না। লুটপাট... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।