
জ্বালানী তেলের দাম আকাশ ছুয়েছে দেশে, তেলে গাড়ি বাস ট্রাক চালাতে মালিকরা গলদঘর্ম। এখন গরুর গাড়ি, ঘোড়ার গাড়িই কি হবে আমাদের ভবিষ্যত যানবাহন! তাই যদি হয় তাহলে এত এত রাস্তা খুড়ে জনজীবন বিপর্যস্ত করে মেট্রোরেল , ফ্লাইওভার, আন্ডারপাস,এয়ারপোর্ট থার্ড টার্মিনাল কার জন্য !! আমরাও কি ধীরে ধীরে শ্রীলংকার দিকে এগিয়ে যাচ্ছি!


এই তো হলো ভালো, এক নৌকায় সবাই মিলে চলো


তুমিও আজ আছো মোদের সাথে





কাঠের চাকায় না যদি চলে, টায়ার লাগিয়ে নিবো ঠেলে

দূরে যদি যেতে হয়, সবাই মিলে টাকা দিয়ে এমন গাড়িতেই চড়ি না হয়



যদি এই নগরে না হয় আমার ঠাই, তবে বেছে নেবো বেদের জীবন নৌকায় ভেসে যাই
বর্তমান পরিস্থিতিতে বড্ড আতংক আর দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে লেখা এই পোস্ট
সমস্ত ছবি নেট থেকে, তথ্য সুত্র দিতে অক্ষম
শিরোনাম রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা সভ্যতার প্রতি
সর্বশেষ এডিট : ১০ ই আগস্ট, ২০২২ রাত ৯:৫৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




