

ছেলে একটা বিদেশে, ফেরার নাম গন্ধ নাই, কর্তামশাই অসুস্থ, তারে নিয়া ডাক্তারের কাছে দৌড়াদৌড়ি, কি একটা অবস্থা। দুপুরে খাবার পর ডাইনিং রুম থেকে বেডরুমের দিকে যেতে যেতে গলা চড়িয়ে (জানি শুনতে পায়) বললাম "শোন আমি দুদন্ড বিশ্রাম চাই, আমারে কেউ ডাকবা না, পৃথিবী ধ্বংস হয়ে গেলেও না, কেয়ামত হলেও না, পুলসিরাত পার হতে গিয়ে ঝুলে থাকলেও না " মনটাকে পাথরের মত করে এই ঘোষণা দিয়ে ঘরে ঢুকতেই দেখি উনাদের গলার আওয়াজ।
কেউ কেউ আবার পর্দার ফাক দিয়ে উঁকিঝুঁকিও মারছে। তাদের ভাব হোলো 'দুটো বাজে, তোমার দেখছি কোন খোজ খবর নেই! ব্যাপার কি!

গ্রীলের ফাক দিয়ে উকি মারছে গাং শালিক
বেচারাদের মুখ দেখে আমার পৃথিবী ধংসের প্রতিজ্ঞা ভুলে গেলাম। ভুলে গেলাম সব দুক্ষ বেদনা। আবার ফিরে গিয়ে বাটিতে ভাত মাখিয়ে নিয়ে আসতে হোলো। কি আর করা

পাথর ছাড়া আর সব ছবি আমার মোবাইলে তোলা
সর্বশেষ এডিট : ২১ শে নভেম্বর, ২০২৫ বিকাল ৫:৪৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


