হিজবুত তাহরীর এখন পর্যন্ত দিবালোকে কোনো মানুষকে খুন করেছে? করে নাই।
কিন্তু ইসকন (ISKON) করেছে।
আমরা বললাম র' ফান্ডেড গেরুয়া সন্ত্রাসী সংগঠন ইসকন নিষিদ্ধ করলো।
তোমরা বললা করা যাবে না।
তোমরা তো বরং র' চালিত ইসকনেরই পৃষ্ঠপোষকতা করো। তো, হিজবুত তাহরীর মিছিলের পেছনে র'য়ের মাস্টারপ্ল্যান আছে এই যুক্তি আনো কেন?
বাংলাদেশে কমিউনিজম ও সমাজতন্ত্রের মতাদর্শের মানুষজন আছে? হ্যা, আছে।
এরা কি চায়?
সমাজতান্ত্রিক আদর্শের প্রচার করে বাস্তবায়ন চায়।
হিজবুত তাহরীর কি চায়?
এরা খিলাফত বাস্তবায়ন চায়।
১ম দুইটা চাওয়া আরাম পরেরটা হারাম কেন?
হিজবুত তাহরীর এখন পর্যন্ত কোথাও বোমা ফুটাইছে?
সন্ত্রাসী কার্যক্রম করছে?
নেট ঘেঁটে এখনও সেরকম কিছু পাইলাম না।
কিন্তু কমিউনিজম, সমাজতন্ত্রের লাল সন্ত্রাসের নজির আপনারা নিকট অতীতেই পাবেন।
আপনাদের চোখে একদল সন্ত্রাস না করেও হয়ে যায় জঙ্গি আর অপরদল হয়ে যায় বিপ্লবী! কারণটা কী?
হিজবুত তাহরীকে আপনারা কি করলেন?
জঙ্গি বলে নিষিদ্ধ করলেন।
অপরদিকে লাল সন্ত্রাসীদের আপনারা কি করলেন?
রাষ্ট্র ক্ষমতায় বসাইলেন!
একটা শিশুও বোঝে বাংলাদেশে না আছে সমাজতন্ত্রের বাস্তবতা, না আছে খিলাফতের বাস্তবতা। অন্তত খিলাফতের নেতৃত্ব বঙ্গদেশ থেকে আসবে না।
তোমরা বলতেছো হিজবুত হিজবুত তাহরীর পেছনে ছাত্রলীগ আছে, আওয়ামিলীগ আছে।
হ্যাঁ, থাকতে পারে, অসম্ভব না।
কিন্তু ১৬ বছর বামরা কাদের পারপাস সার্ভ করলো? কারা স্বৈরাচারী বানাইলো? কারা শাপলা ঘটাইলো?
উত্তর বামেরা, লাল বিপ্লবীরা।
তো এদের বিরুদ্ধে তোমরা কি অবস্থান নিয়েছো? নিষিদ্ধ করেছো?
কেন রে ভাই তোমাদের একই রাষ্ট্রে দ্বৈত নীতি? নিষিদ্ধ করলে তো আগে লাল বিপ্লবীদের করার কথা, ইসকনের করার কথা, শুধু হিজবুত তাহরীর কেন?
ইস্কন, হিজবুত তাহরীর, লাল বিপ্লবী সবগুলোই নিষিদ্ধ করো।
#বিঃদ্রঃ যতটুকু জানি সব ঘরানার আলেম সমাজই একমত যে হিজবুত তাহরীর ইসলামের মূল পথ থেকে বিচ্যুত। যে পদ্ধতিতে তারা দ্বীন ইসলাম কায়েম করতে চায় সেটা ভ্রান্ত ধারণা ও অলীক স্বপ্নের মতো।
সর্বশেষ এডিট : ০৮ ই মার্চ, ২০২৫ ভোর ৪:৩৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



