দুটি ব্যাকুল হৃদয়ের মাঝ দিয়ে
যখন ভালবাসার কোন নদী প্রবাহিত হয়,
দেবতারাও তখন কান পেতে শোনে,
নৈঃশব্দের মাঝে বলে যাওয়া তাদের সকল কথা।
প্রণয়প্রার্থী যুগল যখন হাতে হাত রেখে
ভালবাসার নদীতীরে এক লয়ে এক পথে চলে,
নদীর কুলুধ্বনি তখন থেমে যায়, কারণ-
নদীও তখন শুনতে চায় নৈঃশব্দের কথামালা।
অন্ধকার অরণ্যেও যদি প্রেমাকুল দুটি হৃদয়
একান্তে বসে চুপিসারে বলে কিছু হৃদয়ের কথা,
দূর দূরান্ত চরাচরে নিশাচর পাখি আর প্রাণীরাও
কান পেতে শোনে ইথারে ভেসে আসা সেসব কথা।
জ্যোৎস্নালোকে পথ চলতে চলতে মাশুক দম্পতি
যখন অবলীলায় বলে যায় তাদের মনের গচ্ছিত কথা,
ঝিঁঝিঁ পোকারাও কান পেতে তখন স্তব্ধ হয়ে শোনে,
নৈঃশব্দের মাঝে বলা তাদের প্রণয়ের পংক্তিমালা।
ঢাকা
২৭ এপ্রিল ২০১৫
সর্বশেষ এডিট : ২৮ শে এপ্রিল, ২০২৫ দুপুর ১২:০৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



