সব পাখি জোড়ায় জোড়ায় ওড়াউড়ি করে না,
আধার সন্ধানে জোড় বেঁধে ঘোরাঘুরি করে না।
সব পাখির সাথী থাকে না,
সব পাখির কণ্ঠে গান থাকে না।
বিরহী কোন পাখি অন্য পাখির ডাক শুনে
'চমকি চমকি' ওঠে না!
কোন কোন পাখি নিভৃতে একেলা বসে থাকে
গাছের শাখে, টেলিগ্রাফের তারে কিংবা কোন
ইমারতের নিরিবিলি কার্ণিশে, পাখনা ফুলিয়ে।
তাদের মনে সুখ আছে কিনা মানুষ জানে না।
বিরহী মানুষের কাতর মনে সুখ থাকে কিনা,
নিঃসঙ্গ পাখিও জানেনা!
ঢাকা
২৩ জানুয়ারি ২০২৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

