আজ জনপ্রিয় টিভি চ্যানেল ''চ্যানেল আই'' একাদশ বর্ষে পা রাখলো।
দিনব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করেছে চ্যানেল কর্তৃপক্ষ। সারাদেশে চ্যানেল আই দর্শক ফোরামও নানা কর্মসূচী পালন করছে দিনটি উদযাপনের জন্য।
এই টেলিভিশন চ্যানেলটি মিডিয়া জগতে বাংলাদেশকে তুলে ধরছে। বাংলাদেশের সাংস্কৃতিক জগতে নি:সন্দেহে এটি একটি উজ্জ্বল নাম। বাংলা নববর্ষ, বর্ষা উৎসব, বসন্ত উৎসব, রবীন্দ্র মেলা,নজরুল মেলা এরকম নানা বিচিত্র অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করে চ্যানেরটি সবার দৃষ্টি আকর্ষণ করেছে। শাইখ সিরাজ বিটিভিতে মাটি ও মানুষ অনুষ্ঠানটি করে টিভি অনুষ্ঠানে নতুন মাত্রা এনেছিলেন। হৃদয়ে মাটি ও মানুষ দিয়ে এখানেও তিনি ভিন্ন মাত্রা এনেছেন। এখন প্রায় সব চ্যানেল আলাদা করে কৃণি সংবাদ প্রচার করে।
চ্যানেল আই দীর্ঘজীবী হোক। নতুন নতুন অনুষ্ঠান করে হৃদয়ের বাংলাদেশকে হৃদয়-গভীরে প্রোথিত করুক এই কামনা করি। সংশ্লিষ্ট সবাইকে জানাই শুভ কামনা।
এবার খটকার কথা বলি। জন্মদিন উপলক্ষে সরাসরি প্রচারিত অনুষ্ঠানের সময় টিভি পর্দার নীচে স্ক্রলে লেখা রয়েছে ''দেশের প্রথম ডিজিটাল বাংলা চ্যানেল''। আমার যতদূর মনে আছে প্রথমে যাত্রা শুরু করেছিল এটিএন বাংলা। যদি আমার ধারণা সঠিক হয় তাহলে এটিএন কি এনালগ চ্যানেল ? ডিজিটাল নয় ?
প্রকৃত জ্ঞানীদের কাছে সঠিক তথ্যটি জানার জন্য আকূল আবেদন রাখলাম।
সর্বশেষ এডিট : ০১ লা অক্টোবর, ২০০৯ বিকাল ৪:৩০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



