দেশজুড়ে এ হচ্ছেটা কি, বৈধ বলছি হত্যাকে
চুপ থাকাকে ভাবছি শ্রেয়, ভুলে আপন সত্ত্বাকে ।
আর কত লাশ পড়বে রনে
লুকিয়ে গোপন গোরস্থানে
দেখবো কত মিথ্যে ছল আর মিথ্যে মায়া কান্না
ভুলবো কত মিথ্যে আশায় আর হবেনা আর না ।
চলছে বেড়ে লাশের ব্যবসা, নিত্যই তো মিলছে তা
নরহত্যার মহোৎসবে মানছে যে হার রূপকথা
দেশে এখন লাশের ঋতু
গুলি করার চাইনা হেতু
কাঁদছে কত স্বামীহারা, কারো কাঁদাছে কন্যা
নিজের সঙ্গে নিজেই যুঝি রুখতে হৃদয় বন্যা।
একের পরে আসছে একে নিত্যনতুন ইস্যু
লাশও বুঝে পাচ্ছেনা কেউ, জুটছে শুধু টিস্যু
মুক পশুও কাঁদছে শোকে
মানুষ হবার কষ্ট দেখে
মানুষ হয়ে মারছে মানুষ সভ্যতারই লজ্জা
কেউ পেয়েছে অট্টালিকা, কেউবা কবর শয্যা।
ক্ষমতাটাই মূখ্য কথা বাম কিবা ডান মোর্চা
অবিশ্বাসী বাড়ছে যেমন বাড়ছে মিথ্যা চর্চা।
শিখর ছোঁয়ার প্রয়োজনে
চলছে আঁতাত সঙ্গোপনে
যার ক্ষমতা তার পিছনেই লেলিয়ে দিচ্ছে সৈন্য
আদি পাপের দায় ভুলি আয় মানুষ হবার জন্য।
কেউ করছে ধর্ম ফেরি টোপ ফেলেছে ইসলামের
গনহত্যায় মদদ কারো জপছে বুলি দেশপ্রেমের
পরম্পরা একই ধারায়
ঘুরছি মরে গোলকধাঁধায়
শিকল ভাঙ্গার মধুর সময় আসলো বলে মাগো
আর কতকাল ঘুমোবে মা জাগো এবার জাগো।
সত্য এখন জাদুঘরে, দুর্লভ প্রায় সত্যতা
ইতিহাসের উল্টোস্রোতে ফিরছে আদিম মত্ততা।
লাগাম বাধাঁ সকল মুখে
শৃঙ্খল ছেঁড়ার তপ্তসুখে
কেউ পাচ্ছে আধুনিক বা নব্য দালাল স্বীকৃতি
কারো চোখে ঠুলি পরা ঘটছে আত্নবিকৃতি ।
স্যালুট জানাই সভ্য সমাজ সভ্য তোমার নীতি
প্রবল ঘৃনা তোমার প্রতি ঘৃনাই নিয়তি ।