
ফুটবল বিশ্বকাপের সময় যেসব পতাকাবাজরা গাড়ি, বাড়ি, ল্যাট্টিন, দালান-কোটা, সেতু, ব্রীজ, কালভার্ট সবকিছু ভিনদেশী পতাকা, ব্যানার, দেয়াল লিখন দিয়ে মাখাইয়া ফেলেছেন তারা একবার ভাবুন নিজের দেশকে সাপোর্ট করার জন্য কতটুকু করেছেন ।
ক্রিকেট আমাদের আন্তর্জাতিক পরিচয়, আনন্দ আর গর্বের উপলক্ষ্য । অথচ যেখানে ব্রা-জিল আর আর্জেন্টিনার জন্য হাজার হাজার টাকা খরচ করি, মটর শোভাযাত্রা করি, আর কত কত পাগলামি করি সেখানে ক্রিকেটের সময় ঘরে বসে খেলা দেখি । জিতলে বাহ বাহ বেশ... আর হারলে গালাগালি করে ক্রিকেটারদের চৌদ্দ গুষ্ঠি উদ্ধার করি । আমরা জাতি হিসেবে কেমন যেন.... নিজের ভালোটা বুঝি কম...
১৯ মার্চ যদি বাংলাদেশ জিতে তাহলে ব্রা-জিল আর আর্জেন্টিনার পতাকাবাজরা কি দিয়ে দায় শোধ করবেন ভেবে রাখুন ।


অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


