সে যখন প্রশ্ন করে -
আচ্ছা বলতো, আকাশের বিস্তৃতি কতদূর?
আমি চেয়ে দেখি বাতাসে লুটায় তার শাড়ীর আঁচল,
নির্দ্বিধায় বলি- তোমার ভাবনাগুলো যায় যতদূর।
সে হেসে লুটিয়ে বলে, তুমি একটা পাগল!
সে আবার প্রশ্ন করে _
বলতে পারো, সাগরের গভীরতা কতদূর?
আমি চেয়ে দেখি তার কালো দুটি চোখ শান্ত সরোবর,
নির্ভয়ে বলি- তোমার দৃষ্টি ডোবাতে পারে যতদূর।
সে ভুরু কুঁচকে বলে, ফাজলামি রাখো।
হঠাৎ সে আবার প্রশ্ন করে-
তুমি কী জানো, মরুভূমির শেষ কোথায়?
আমি চেয়ে দেখি তার শুভ্র গালে অভ্র রোদের কারুকাজ,
মুগ্ধতায় বলি, মরুদ্যান পেলে যেথা কান্তির হয় অবসান।
সে ঠোঁট বাঁকিয়ে বলে, যত্তোসব ফালতু কথা।
তবুও সে পাল্টা প্রশ্ন করে-
এই শোন! বলোতো ঐ দূর বন এতো সবুজ কেন?
আমি চেয়ে দেখি উদাসী ভাবনায় মন তার এলোমেলো,
কানে কানে বলি- বৃষ্টির ভালবাসায় ভিজে হয়েছে অমন,
সে লজ্জা পেয়ে বলে, অমন করে ভেজাবে আমায়?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



