অমন করে বলতো যদি কেউ,
"আর কেঁদোনা"-
দুচোখে ধরতাম সাহারা,
কখনই বৃষ্টিকে আসতে দিতাম না দৃষ্টির সীমানায়।
কষ্টের ক্যাকটাসগুলোকে বলতাম,
"কেন হতে চাস রক্তচোষা বাদুর?
এখানেতো মৌসুমী বায়ু নেই,
রক্তবৃষ্টির ব-দ্বীপে আজ শুধুই বালিয়ারি-
চর পরে আছে দিগন্ত জুড়ে।
কান্না তুমি অন্য কোথাও যাও"।
অমন করে বলতো যদি কেউ-
"আর কেঁদোনা",
চোখের জমানো সকল অশ্রু
বরফে ঢেকে দিতাম নিমিষে,
বলতাম- "এ্যান্টার্টিকার সমস্ত বরফ
আমার চোখে বিছিয়ে দাও। জমাট বরফের বিস্তৃত আঙ্গিনায়
খেলা করুক সীল, পেঙ্গুইন. শ্বেত ভল্লুকেরা- আমার দৃষ্টির নাগালে।
বুঝতাম পৃথিবীর জনসমুদ্রে মানুষের কোন কান্না নেই,
কারও চোখে কোন জল নেই, শুধুই কোলাহল।
এখানে কেউ কাঁদতে জানেনা"।
(নীলাভ'র অনুভব কবিতায় অনুপ্রাণিত হয়ে)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

