কিছু দিন আগে আমি অফিসে বসে আছি, আমার সিকিউরিটি বলে স্যার একজন মানুষ ও দু'জন পুলিশ আপনার সাথে দেখা করতে চান। আমি হাসলাম। পুলিশ নিজেরাও বিশ্বাস করে কিনা জানিনা যে তাঁরা মানুষ। নতুবা বলত না "মানুষ পুলিশ ভাই ভাই, দেশ সেবায় এগিয়ে যায়"। পুলিশ সেবা সাপ্তাহ উপলক্ষে তাদের স্লোগান
বর্তমান বাস্তবতা: মানুষ পুলিশ দেখলে ভয় পায়, পুলিশ সাংবাদিক দেখলে ভয় পায় আর সাংবাদিক ৫৭ ধারা দেখলে ভয় পায়। মনে পরে ছোট বেলায় বিটিভি তে একটি এড দেখায়ত। " ও মানিক কি বাত্তি জ্বালালি, সব দেখি পকপক্কা । ফিলিপস। অ বাত্তির রাজা ইলিশ, মাছের রাজা ফিলিপস। বর্তমানে বলা হয় মাছের রাজা ইলিশ, দেশের রাজা পুলিশ। ধরুন পুলিশ অফিসার রাতে বউ সাথে ঝগড়া করে সকালে বাসা থেকে বের হয়েই রাস্তায় আপনাকে দিল ধেরক পিটা। পুলিশের ঢলা খেয়ে আপনি কিছুই বলতেও পারবেন না। পুলিশের ইচ্ছে বলে কথা।
এরকমো শুনা যায়, মাছ কিনলে ইলিশ আর বিয়ে করলে পুলিশ। পুলিশের বাজারদর মন্দ না। আগে ডাক্তার ইঞ্জিনিয়ার বা ব্যাংকার থাকলেও এখন পুলিশের চাহিদা অনেক বেশি। হাতে কাচা টাকা থাকলে যা হয়। আগে বলতো পুলিশ তুমি যতই মারো, বেতন তুমার একশো বার। এখন আর সেই দিন নাই। দিন পাল্টাছে। সাথে আছে অসাধারণ ক্ষমতা। তাঁরা সাধারণ কাজটি অসাধারণ ভাবে করে। একবার আমেরিকা, জাপান ও বাংলাদেশী পুলিশের একটি করে দল বিশেষ প্রশিক্ষণে সুন্দরবন এলো। প্রথম দিন আমেরিকান পুলিশের দলকে বলা হল একটি হরিণ ধরে আনতে। তাঁরা হরিণ ধরে আনল। তার পরদিন জাপানি দলকে বলল একি কাজ, তাঁরা ও হরিণ ধরে আনল। এর পরদিন বাংলাদেশী দলকে বলল হরিণ ধরে আনতে, তারা একটি বাঘ ধরে এনে পিটাতে শুরু করল। তখন বাঘ বলল " ভাই আমারে আর মাইরেন না কইলাম তো আমি হরিণ।
তবুও জাহালাম বলে উঠেছিল, " স্যার, আমি জাহালাম, সালেক নয়।"
(প্রথম আলো, ২৮ জানুয়ারি, ২০১৯)
৩৩ মামলার ভুল আসামি তিন বছর ধরে জেলে।
আসলেই তোরা পুলিশ, মানুষ হবি কবে?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



