ফেসবুকে নানা কারণে বা অকারণে হয়ত আমাদের ফ্রেন্ড লিষ্ট লুকানোর দরকার হতে পারে।অনেকেই হয়ত জানেন কিভাবে লিকাতে হয়।তবুও লিখছি নতুন ব্যবহারকারী বা আমার মত যারা কম ব্যবহার করেন বা বিষয়টি যাদের চোখ ফাকি দিয়েছে তাদের জন্য।
১.আপনার প্রোফাইল এ যান।
২.মাউস পয়েন্টার টা ফ্রেন্ড লিষ্টের কাছে নিয়ে আসুন।ফ্রেন্ড লিষ্টের ডান পাশে একটা পেন্সিল দেখা যাবে।পেন্সিলে ক্লিক করুন।
৩.“Show Friend list to everyone” এর পাশ হতে টিক চিহ্ন উঠিয়ে দিন।
ব্যাস হয়ে গেল।তবে এভাবে শুধু অপরিচিতদের কাছ হতে লিষ্টটা লুকাতে পারবেন।যারা ইতিমধ্যে বন্ধু হয়ে আছে তাদের কাছ হতে ফ্রেন্ড লিষ্ট লুকানো যাবে না।
**আফ টপিকঃ আসুন না সবাই মিলে দেখি "সবুজ বাংলাদেশ" গড়তে পারি কিনা?
সর্বশেষ এডিট : ০৮ ই আগস্ট, ২০১০ দুপুর ২:১৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



