সম্পূর্ণ ন গ্ন এক ব্রিটিশ নারী চাইনিজ ড্রাইভারের টেক্সিতে উঠলো। ড্রাইভার বারবার নারীটির দিকে তাকাচ্ছে, তার পুরো শরীর দেখছে। নারীটি একটু ভীত হয়ে জানতে চাইলো, "তুমি কি কখনো ন গ্ন নারী দেখোনি? এভাবে তাকাচ্ছো কেন?"
চাইনিজ ড্রাইভার বললো, "ম্যাডাম, আমি তোমাকে দেখছি না, লক্ষ্য করছি যে তোমার শরীরে বা সাথে কিছুই নেই, তাহলে তুমি আমার টেক্সি ভাড়াটা দেবে কি করে?"
মোরাল অব দ্যা স্টোরি হইলো, সিচুয়েশন যাই হোক, ফোকাস অন ইয়োর ঔন বিজনেস। ওই নারীর সৌন্দর্য দেখার চেয়েও তোমার গাড়িভাড়া পাওয়ার নিশ্চয়তা জরুরী। নিজের ফোকাস অন্য কোনকিছুর জন্য সরাইছো তো ম র ছো।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



