আপনি কি কখনো মানুষের গর্ভ থেকে বিড়াল জন্ম নিতে দেখেছেন বা কুকুরের গর্ভে মানুষের জন্ম? দেখেন নি তো। তাহলে পুরো দেশ টা এখন ইসলামিক উগ্রবাদী জনগোষ্ঠীর হাতে বন্দী, এই অবস্থা আপনি বাংলাদেশের যেকোনো ক্ষেত্রে যেকোনো নির্বাচন দেন দেখবেন ওই শিবির বা জামায়াতে সমর্থিত দলই জিতবে।
আজ থেকে ৪০/৫০ বছর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জ্ঞান চর্চা হতো। গত ৩০ বছরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার মান ধারাবাহিকভাবে খারাপ থেকে খারাপের কাতারে। অবশ্য আমার কাছে এই বিশ্ববিদ্যালয়ের গ্রাজুয়েশনের ১ এবং পোস্ট গ্রাজুয়েশনের ৩ টা সনদ রয়েছে। তাতে কি, চোখের সামনে যা দেখছি সেটা এড়াবো কি করে।
এটা এমন একটা বিশ্ববিদ্যালয় যেখানে গবেষণা নেই বললেই চলে। এই বিশ্ববিদ্যালয়ে শৃঙ্খলা নামক জিনিস কি সেটা বুঝে না। হাসিনা আমলে পা চাটা লোক যেমন ভিসি হতো এখন আবার ভিসি নিয়োগ হচ্ছে তার সিভি কয় পাতার এই নিয়ে! এই আমলের ভিসির যোগ্যতা ছাত্রছাত্রীদের কাছে বিবেচ্য হয় তিনি নিজে ইমামতি করতে পারে কিনা। মানে আহাম্মক গিরি কোন পর্যায়ে গেলে মানুষ এই ধরনের জাজমেন্টাল হয়।
এই যে শিবির সন্ত্রাসী, যাদের শখ হলো পায়ের রগ কাটা।এদের অধিনে ঢাকা বিশ্ববিদ্যালয় আসলে কেমন হবে এটা দেখার একটা ভালো সময় এখন। কিন্তু আমার প্রশ্ন অন্যত্র, এই ফলাফল ঘোষণার সময় ছাগলের তিন নাম্বার বাচ্চার মত শিবিরের লোকজন ভ্যা ভ্যা হিজাব হিজাব বলে গলা ফাটালো, তাদের এমন ভ্যা ভ্যা স্লোগান শুনে এখন আমার সাধারণ ডিসেন্ট নন- হিজাবি ছাত্রীদের জন্য ভয় কাজ করছে।
সর্বশেষ এডিট : ১১ ই সেপ্টেম্বর, ২০২৫ সন্ধ্যা ৭:২৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


