ব্রোমিন রাঙা শাড়ির মাঝে
তুমি অপসরী
বেরিয়াম সালফেট দাঁতে তোমার
হাসিটা জাদুকরী।
কার্বন কালো চোখে দেখছো
ক্লোরিন রাঙা ফুল
কানে ঝুলছে পটাশিয়াম আয়রন-
ফেরিসায়ানাইড রাঙা দুল।
আবার বুঝি বোরন চোখে
দেখছো লিথিয়াম জল
চোখে তোমার গোল্ড রাঙা
স্বপ্নের কোলাহল।
ধীরে ধীরে হাঁটছো মাড়িয়ে
কোবাল্ট ঝরা পাতা
আয়রন ফেরিসায়ানাইড আকাশ যেন
তোমার উপর ছাতা।
কার্বন কালো চুলে বলো
আজ দিয়েছো কি?
কপার ফেরিসায়ানাইডের রঙে
আজ কেন দেখছি?
..…..…… ডট ডট ডট
হঠাত আমার অক্সিজেনময়
ঘুমটা ভেঙে গেল
সকল কিছু ফ্লোরিন ভেবে
বড্ড হাসি পেল।
( উল্লেখ্য : ব্রোমিনের রঙ লাল,বেরিয়াম সালফেট সাদা,কার্বন/বোরন এর রঙ কালো,ক্লোরিন হলুদ,পাটাশিয়াম আয়রন ফেরিসায়ানাইড গাঢ় নীল,লিথিয়াম সোনালী,কোবাল্ট ধুসর,আয়রন ফেরিসায়ানাইড হালকা নীল,কপার ফেরিসায়ানাইড লালচে বাদামী,অক্সিজেন ও ফ্লোরিন রঙহীন )

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



