**কেন রক্তদান করবেনঃ-
----------------------
১। প্রথম এবং প্রধান কারণ, আপনার
দানকৃত রক্ত একজন মানুষের জীবন
বাঁচাবে। রক্তদানের জন্য এর থেকে
বড়
কারণ আর কি হতে পারে !
২। হয়তো একদিন আপনার নিজের
প্রয়োজনে/বিপদে অন্য কেউ
এগিয়ে আসবে।
৩। নিয়মিত রক্তদানে হৃদরোগের
ঝুঁকি কমে বলে হৃদপিন্ড
বিশেজ্ঞরা মনে করেন।
৪। স্বেচ্ছায় রক্তদানের
মাধ্যমে আপনি জানতে পারেন
আপনার
শরীর রক্ত প্রবাহিত মারাত্মক রোগ
যেমন-হেপাটাইটিস-বি, এইডস,
সিফিলিস, জন্ডিস ইত্যাদির
জীবাণু
বহন
করছে কিনা।
৫। দেহের রোগ প্রতিরোধ
ক্ষমতা অনেক
গুন বেড়ে যায়।
৬। নিজের মাঝে এক ধরনের
আত্মতৃপ্তি উপলব্ধি করতে পারবেন।
"আমাদের ছোট পরিসরের এই
জীবনে কিছু
একটা করলাম" এই অনুভুতি আপনার
মনে জাগ্রত হবে এই
ব্যাপারে নিশ্চিত
করছি।

সর্বশেষ এডিট : ১০ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৪:১১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


