রক্তদিন জীবন বাঁচান
কবি নুরুল
রক্তদিন জীবন বাঁচান হাতে হাত মিলান,
আপনার দেয়া রক্তে বাঁচতে পারে একটি তাজা প্রাণ।
একটু যদি হোন সচেতন করেন রক্তদান,
মৃত্যুর দোয়ার থেকে আসবে ফিরে হাজার হাজার প্রাণ।
ভেবে দেখুন একব্যাগ রক্তে যাবেনা আপনার প্রাণ,
তার বিপরীত প্রাণ খুলে হাঁসবে হাজার দেহ প্রাণ।
সুস্থ মানুষ বার বার পারে রক্তদিতে হয়না কোন ক্ষতি,
প্রয়োজন শুধু সদিচ্ছা আর মনের দৃঢ় গতি।

সর্বশেষ এডিট : ১০ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৪:১৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


