
“Into the Wild” ২০০৭ সালে সত্য ঘটনার উপর নির্মিত হলিউডের একটি মাষ্টারপিস ছবি। ছবির পেক্ষাপট কিছুটা এরকম- সদ্য ইউনিভার্সিটি শেষ করা, আমেরিকান আলালের ঘরের দুলাল ক্রিস্টোফার জীবনের মানে খুঁজতে ব্যাগ হাতে বেরিয়ে পরে বাসা থেকে। ঘুরে বেড়ায় আমেরিকার এক শহর থেকে আরেক শহর। আমাদের চিরাচরিত ভ্রমনগুলো থেকে একদম ই ব্যতিক্রম ছিল, ক্রিস্টোফার শহর থেকে শহর দাঁপড়ানো। যেমন, রাতে থাকার জন্য সস্তা কোন হোস্টেল এবং বিভিন্ন সংস্হা থেকে সরবরাহ করা বিনামূল্য খাবার খেয়ে দিন পাড় আবার এক শহর থেকে আরেক শহরে যাতায়াত খরচ যোগার করতে খন্ড কালিন কাজ করে টাকা উপার্জন করতো। ক্রিস্টোফার এর ভ্রমনের ইতি ঘটে আমেরিকার আলাস্কায় বিষাক্ত গাছের পাতা খেয়ে! এইতো গেল ছবির ক্রিস্টোফার এর কথা।
বাস্তব জীবনে এমন এক ক্রিস্টোফার দেখা মিলে আমার সাথে। রাশিয়ান এই তরুনের এই নাম অবশ্য এলেক্সা এর সাথে দেখা না হলে হয়তো বুঝতাম না জীবন কত বিচিএময়। এলেক্সা এর সাথে আমার পরিচয় দক্ষিন কোরিয়ান সিউলে। এর বাড়ি রাশিয়ার উওর-পুর্ব কোন একটি নিম্ন ঘন-বসতিপুর্ন শহরে। তার ভাস্যমতে সেখানে বছরে ১০ মাসই থাকে বরফে ঢাকা। রাশিয়ার রাজধানী মস্কোতে নাকি বিমানে প্রায় ৬ থেকে ৭ ঘন্টা সময় লাগে। রাশিয়াতে কাজের অভাব এবং কিছুটা কম মজুরী হওয়ার এলেক্সা বিভিন্ন দেশে দেশে ভ্রমনের পাশাপাশি খন্ড কালিন কাজ করে বিমানের ভাড়া যোগার করে। তুলনামূলক ব্যায়বহুল শহর গুলোতে সস্তার হোস্টেল গুলো রাতে মাথা ঠেকানোর শেষ ভরসা। মোটামুটি রাশিয়ার পাসপোর্ট ভিসা ফ্রি যেসব দেশ গুলোতে ভ্রমন করা যায় তার সব গুলোতে যাওয়া হইছে তার। ভাবতেই, অবাক লাগে, সারা বছর নিজের পরিবার ছেড়ে এক দেশ থেকে আরেক দেশ। এর মধ্য আবার অনেকে দুর্দান্ত কাহিনী ও আছে। যেমন মংগোলিয়ার কোন একটি পাহাড়ে ক্যাপিং করে থাকার সময় সকালে ঘুম থেকে উঠে দেখে বিষাক্ত লাল পিঁপড়ার চারদিকে ঘুরছে। এলেক্সা এর জীবনের কিছু প্রতিছবি এবং Adventure নিজের ছবি থেকে উপলদ্ধি করা যায়। এলেক্সা বর্তমানে আছে তুরস্কে, এর পরে হয়তো অন্যকোন দেশে। তাকে একবার জিজ্ঞেস করেছিলাম তার পছন্দের দেশ কোথায়? ভিয়েতনাম তার খুবই পছন্দের জায়গা। জীবনের অর্থ সবার কাছে হয়তো কখনো এক হবে না। টাকা-পয়সা, অর্থ-বিলাসিতার মোহ ত্যাগ করে একদল মানুষ জীবনের মানে খুঁজে বেড়াচ্ছে পৃথিবীর পথে- প্রান্তরে।




ছবিতে এলেক্সা।
সর্বশেষ এডিট : ০৩ রা মার্চ, ২০২৫ সকাল ১০:৫৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


