
জাতীয় পার্টি নিষিদ্ধ নিয়ে পরিস্থিতি উত্তপ্ত করতে চাইছে ঝুড়িহীন কিছু রাজনৈতিক দল। অভিযোগ জাতীয় পার্টি ফ্যাসিবাদীর সহযোগী, নির্বাচনে অংশগ্রহণ করে আওয়ামী ডামি নির্বাচনকে গ্রহনযোগ্যতা এনে দিয়েছিল। সেই একই যুক্তি মেনে নিলে চরমোনাই সহ ১৮ এর নির্বাচনে বিএনপির কয়েকজন এমপির নিষিদ্ধ হওয়ার কথা!!! দৃশ্যত বুঝাই যাচ্ছে কর্মী সমর্থকহীন হটাৎ টাইম লাইনে আসা ও কিংস পার্টিরা জাতীয় পার্টির অফিস দখল ভোট ব্যাংক নিজেদের নিয়ন্ত্রণে নেওয়াসহ দলটির তৃনমুল কর্মীদের দলে ভিরানো পাঁয়তারা করছে। উওরবঙ্গে জাতীয় পার্টির একটি শক্ত অবস্থান আছে; ১২-১৫ টি সিট মোটামুটি সবসময় তাদের পকেটে থাকে। সারাদেশে তাঁদের কিছু সলিড কর্মী সমর্থক আছে।
৯১ এর পর জাতীয় পার্টিকে কখনো ই স্বাভাবিক রাজনীতি করতে দেওয়া হয়নি। অহেতুক মামলা হয়রানি দিয়ে সব পক্ষই এরশাদকে নিজের রাজনৈতিক বলয়ে রাখার চেষ্টা করেছে। সর্বশেষ রাঙা, মুজিব, আনিসুল ইসলামের মত ধুরন্ধর জাতীয় পার্টির নেতারা আওয়ামী লীগ থেকে সকল সুযোগ-সুবিধা নিয়ে আজ্ঞাবহ বিরোধীদলের ভূমিকা পালন করে দলটি; পারতপক্ষে ব্যাপারটি দৃষ্টিকটু হলে নিজ দল ও কর্মী বিবেচনায় ইহাই পলিটিক্সে।
বর্তমান জাতীয় পার্টির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী একজন সৎ, মেধাবী, বিজ্ঞ রাজনীতিবিদ। তার বাস্তবভিত্তিক আলোচনা, যুক্তিনির্ভর কথা যতই শুনি ততই মুগ্ধতা ছড়ায়। জিএম কাদের, শামীম হায়দার পার্লামেন্টে এমনকি ২৪ আন্দোলনের সময় টকশোতে আওয়ামী লীগের কঠোর সমালোচনা করেন। এখনকার ভুইফোঁড় অনেক রাজনৈতিক দল আর রাস্তা থেকে উঠে আসা নেতাদের থেকে একজন শামীম হায়দারের গুরুত্ব, মতামত প্রজ্ঞা অনেক বেশি। জাতীয় পার্টি ভুলত্রুটির উদ্ধে নয়, সুনির্দিষ্ট অভিযোগের ভিক্তিতে অবশ্যই তাদের বিচার করা উচিত কিন্তু দেশের আইন-আদালত উপেক্ষা করে মব সৃষ্টি মাধ্যমে ফ্যাসিবাদের দোশর আখ্যা দিয়ে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা আরো একটি ফ্যাসিবাদীর শামিল।
একটি ন্যারেটিভ বাজারে প্রচার করা হচ্ছে জাতীয় পার্টির মাধ্যমে আওয়ামী লীগকে ফিরানোর চেষ্টা চলছে? জাতীয় পার্টির কোন রাজনৈতিক প্রোগ্রামে কি আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিতি পাওয়া গেছে নাকি গোয়েন্দা সংস্থার মাধ্যমে আওয়ামী ফান্ডিং এর তথ্য প্রকাশ পেয়েছে? সর্বশেষ জাতীয় পার্টির অফিসে সামনে উস্কানিমূলক আন্দোলন করতে গিয়ে পুলিশ- আর্মিদের হাতে আহত হোন নুরু সহ গনঅধিকার কর্মী। যেখানে জাতীয় পার্টির নেতৃবৃন্দ কোন সম্পৃক্ততা নেই। কোন এক অদৃশ্য কারনে আর্মি-পুলিশের বিচার না চেয়ে সারাদেশ মিডিয়া মেতে উঠেছে জাতীয় পার্টি নিষিদ্ধে! সেই যেন হোমারের সৃষ্টি গ্রীক মহাকাব্যের "হেলেনা পলায়নের অজুহাতে ট্রয় নগরী আক্রমণের মত"...
সর্বশেষ এডিট : ০২ রা সেপ্টেম্বর, ২০২৫ সন্ধ্যা ৭:২১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



