
গত এক সপ্তাহে সরকার বিরোধী বিক্ষোভে উত্তাল ইন্দোনেশিয়া; ইতিমধ্যেই মারা গেছে ৭ জন। আন্দোলনের শুরু দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জীবন-যাপনের উচ্চ ব্যায়ের মধ্যে ইন্দোনেশিয়ান সরকারের সংসদের সদস্যদের মাসিক ভাতা বৃদ্ধির কারনে। যার পরিমান একজন সাধারণ ইন্দোনেশিয়ান মাসিক আয়ের ও প্রায় ৩০ গুন বেশি। ২৫ তারিখ থেকে চলা আন্দোলন আরো আরো বেগবান ও বিক্ষুব্ধ হয়ে ওঠে ২৮ তারিখ পুলিশ গাড়ির নিচে চাপা পড়ে মরে যায় ২১ বছর বয়সী এক যুবকের; যিনি জাকার্তায় রাইড শেয়ারিং সেবা দিতেন। রাজনৈতিক ব্যাক্তি বর্গ সহ এমপি- মন্ত্রী দের বাড়িঘর গুলোতে হয়েছে লুটপাট। এই বিক্ষোভ এমন একটি সময় সংগঠিত হচ্ছে যখন ইন্দোনেশিয়ান সামাজিক বৈষম্য, রাজনীতিবিদ দের দূর্নীতি চরমে। ইন্দোনেশিয়া সরকার এমপিদের জন্যে বরাদ্দকৃত অর্থ ছাড়ের বিষয়টি প্রত্যাহার করে নিলে ও এখন ও জনমনে স্বস্তি ফিরেননি।
বাংলাদেশ সংগঠিত জুলাই অভ্যুত্থান সাথে অনেক সাদৃশ্য থাকলে আমার অবুঝ মনে প্রশ্ন জাগে ইন্দোনেশিয়া তে কি ইহা আমেরিকান ক্যূ নাকি জনমানুষের আন্দোলন? আমেরিকান ডিপ স্টেট কত মিলিয়ান ডলারের বিনিময়ে এই আন্দোলন ঘটিয়েছে। পাকিস্তান ৩০ হাজার জামাত-শিবির জংগি ট্রেনিং দিয়ে বাংলাদেশে পাঠিয়েছে; ইন্দোনেশিয়াতে পাঠিয়েছে কারা? গণভবনের লুটপাট করা টোকাই ইন্দোনেশিয়া মন্ত্রী-এমপিদের বাড়িতে পৌঁছালো কি করে? সর্বোপরি বাংলাদেশের সেন্টমার্টিন এর মত ইন্দোনেশিয়া কোন দ্বীপে ঘাঁটি বানানোর জন্য আমেরিকান এই ডিপ স্টেট?
ছবি: প্রিন্টারেষ্ট।
সর্বশেষ এডিট : ০৭ ই সেপ্টেম্বর, ২০২৫ দুপুর ২:০৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



