
আমার ফাষ্ট ব্লাড (সিভিলিং) যেহেতু একটি সংস্থায় কর্মরত তার থেকেই শুনা, ২০২১ সালের ভারতীয় রাজ্যে অর বিধানসভা কোন একটি নির্বাচনের পুর্বে নরেন্দ্র মোদী বাংলাদেশ সফর করেন। সফরের একটি কর্মসুচিতে তিনি গোপালগঞ্জের মাতুয়াইল মন্দির আসেন; দেবীর মাথায় সোনার মুকুট পড়িয়ে দেন। যার মুল উদ্দেশ্য ছিল অবশ্য ভারতীয় অবস্থিত হিন্দু সম্প্রদায়ের মাতুয়া জনগোষ্ঠী কে আকৃষ্ট করে ভোট নেওয়া। নরেন্দ্র মোদীর সফরের পুর্বে নাকি সময়সূচি সম্ভাব্য ঝুঁকি ও নিরাপত্তা বিবেচনায় ১০-১৩ লেয়ারে অনুসন্ধান করা হয়। অবস্থা এমন হয় যে সম্ভব্য রুটের পাশে পুকুর-খাল বিলের নিচে এমনকি আশেপাশে থাকা গাছের নারকেল গুলো ও স্কেন করা হয়। নরেন্দ্র মোদী মাতুয়াইল মন্দিরে পৌঁছানোর কয়েক ঘন্টা পুর্বে NSI স্পটের দায়িত্ব DGFI এর কাছে হস্তান্তর করে। এই সংস্থার দায়িত্বরত কর্মকর্তারা উপস্থিত ডিসি, এসপি, চেয়ারম্যান কোন রাজনৈতিক নেতা/ কর্মকর্তা কাউকে আর তখন স্পট অবস্থান করতে দেন না; এমন কি খুব রাগ-ঠাকের শুরে জায়গা ত্যাগ করতে বলেন। নাট্যকার ও অভিনেতা জয়ন্ত চট্টোপাধ্যায় পরিবারেরা বংশ পরম্পরায় দীর্ঘদিন যাবত নাকি মাতুয়াইল মন্দিরটি দেখভাল করে আসছেন। তিনি নরেন্দ্র মোদির সাথে দেখা করতে চাইলে ও তাঁকে পাত্তা দেয়নি সংস্থাগুলো। ্নরেন্দ্র মোদী অবশ্য এখানে অনেক অল্প সময়ের জন্য অবস্থান করেন।
নরেন্দ্র মোদীর পোশাক-আশাক নাকি খুবই পরিপাটি, তিনি দেখতে খুব সুশ্রী হিন্দুদের আধ্যাত্মিক গুরুদের মতো। অনেক চমৎকার সুগন্ধি ও ব্যবহার করেন; আকর্ষণীয় ব্যক্তিত্ব। আজকে নাকি ওনার জন্মদিন, তাই হটাৎ করে ঘটনাটির কথা মনে পড়লো। আরো একটি মজার বিষয় ৫ই আগষ্টের পর মন্দির থেকে স্বর্নের মুকটুটি চুরি হয়ে যায়।
সর্বশেষ এডিট : ১৯ শে সেপ্টেম্বর, ২০২৫ দুপুর ২:২৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


