ড্রামা কিং জামায়াত: আজ নিবন্ধন ফিরে পেয়ে শিবির-কর্মীদের চোখে পানির ঝিলিক, কালই মুক্তিযোদ্ধা কাউন্সিলের ডকুমেন্টে রাজাকারের স্ট্যাম্প লেগে চোখে অন্ধকার! এ কী নিয়তি নাকি নাটকের স্ক্রিপ্ট? "আব্বার বাংলায় আম্লিকের ঠাই নাই" স্লোগান দিয়ে যারা আকাশ ছুঁতে চেয়েছিল, তাদেরই আজ বলতে হচ্ছে "আমারই বিড়াল আমারে কয় ম্যাও !" —এমন ট্র্যাজিকমেডি লেখে কে?
ইন্টারন্যাশনাল লাভ স্টোরি: ড. ইউনূসের সরকারি রোমান্স থেকে শুরু করে ওয়াশিংটনের সাথে ফ্লার্ট—জামায়াতের ডিপ্লোম্যাসি দেখে বিএনপির কপালে চিন্তার ভাঁজ! সেনাবাহিনী আর ইন্টেরিম সরকারের মধ্যে "ব্রিজ অব স্পাইস" বানিয়ে তারা এখন "বাংলাদেশের কিসিঞ্জার" সাজতে চায়। কিন্তু সমস্যা হলো, দেশের মানুষ রাজাকারের ডেফিনিশন থেকে তাদের নাম কাটতে দিচ্ছে না: "লবিং এত, তবু ফাইল পিছে !"
জুলাই অভ্যুত্থানের গল্পে জামায়াতের 'অ্যাল্টারনেটিভ হিস্টরি': শাহবাগ-গণজাগরণের স্লোগান চুরি করে জামায়াতের ল্যাস্পেন্সাররা এখন "৭১ নয়, ২৪ আসল স্বাধীনতা" বলে মেমরি কার্ড ফরম্যাট করতে চায় ! কিন্তু জনতা তো আর পেনড্রাইভ নয়, "হিস্টরি ডিলিট" কমান্ডে কাজ হয়নি। এটিএম আজহারের জামিনে রাস্তায় প্রতিবাদ দেখে তারা ট্যাগ লাগিয়েছে "শাহবাগী ২.০ " ।
ইন্টেরিম সরকারের কাছে জামায়াতের আবেদন : "তৈল মর্দন করুন, রাজাকারের তকমা ঘষে তুলুন !" কিন্তু ইন্টেরিম সরকারের তেলের বোতলেও এখন "সেন্স অফ হিউমর" কম—ডেফিনিশন চেঞ্জ হয়নি, জামায়াতের ড্রামাও ফ্লপ ! নিবন্ধন ফেরত, রাজাকার তকমা, জুলাই অভ্যুত্থানের নস্টালজিয়া—জামায়াতের লাইফে "টু স্টেপ ফরওয়ার্ড, থ্রি স্টেপ ব্যাক" ! দেশ যখন "মুক্তিযুদ্ধের গান" গায়, তারা "অ্যাল্টারনেটিভ ন্যাশনাল অ্যান্থেম" বাজাতে চায়। কিন্তু সমস্যা হলো, "পাবলিকের রিমোটে তাদের চ্যানেল লক !"
সতর্কতা: এই লেখা জামায়াত-শিবিরের রাজনৈতিক ড্রামার উপর কটাক্ষ করতে গিয়ে কোনো গোষ্ঠীর অনুভূতিতে আঘাত দিলে, তা সম্পূর্ণ "ইন্টারনেটের ট্রল ফ্যাক্টরি" -এর দায়। বাস্তবতার সাথে সামঞ্জস্য রাখতে "ইতিহাসের বই" পড়ার পরামর্শ দেওয়া হলো।
সর্বশেষ এডিট : ০৪ ঠা জুন, ২০২৫ রাত ১০:৪০