ক্রিং ক্রিং..... ফোনটা বেজেই চলে, কেউ ওঠায় না। আমি ক্রিং ক্রিং আওয়াজ শুনতে শুনতে কথা বলে যাই, রাজ্যের কথা, তোর কাছে সব না বলা দুঃখ ব্যথা, তোকে পাঠানো মুঠো মুঠো ভালবাসার কথা। তবু কেউ ধরে না ফোন। ধরবে কি করে..... রাত এগারটায় কি তুই আর অফিসে থাকিস?
আজকাল তো তোকে মুঠোফোনেও পাওয়া যায় না। আমার নাম্বার তোর স্ক্রিনে দেখলেই কেটে দিস লাইনটা,
আমার নাম বা নাম্বার তোর মস্তিষ্কে না হোক... তোর মুঠোফোনের বুকে তো আটকে রেখেছিস..... যে মুঠোফোন তোর হাতে খেলা করে রোজ, তোর নিঃশ্বাসের স্পর্শ পায়, তোর কানে কানে কথা বলে..... এই-ই যথেষ্ট। আমার মত অপাঙ্কতেয়ের জন্য এর চেয়ে বেশি পাওয়ার-ইবা কি আছে?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




