ক'দিন আগেই তোকে নিয়ে পোস্ট দিয়েছিলাম "ফোন...." শিরোনামে। তুই আমার ফোন ধরিস না বলে হাজারটা গালি খেলি.....।
আজ তো তোকে মুঠোফোনে ল্যান্ড ফোন থেকে ডেকেছিলাম, জানতি তো ঐ নাম্বারটা, তাহলে ফোন ধরলি যে বড় ?
আমার সব ব্লগার বন্ধু আর আমার মুখে ছাই দিয়ে শেষ পর্যন্ত ফোনটা ধরেই ফেললি...... দুচ্ছাই!!!! হতভাগা...... তোকে ঠোঁট গোল করে গাল দিতে পারলাম না বলে আজ আমার পেটের ভাত হজম হবে না.... দিলি তো গন্ডগোল করে!!!
আচ্ছা আমাকে আপনি করে বললি কেন? আমি তো তোকে সেই রোমান্টিক "তুমি"ই বলেছি; আর বললি রাজশাহী,খুলনা আর চট্টগ্রামে গিয়েছিলি অফিস ট্যুরে, আচ্ছা সেসময় আমাকে মনে পড়েছে তোর?? একটুখানি??একটু???
আর আমি যখন বললাম "ফোন ধর না কেন তুমি?" তুই বুঝি ঘাবড়ে গেলি.... "না না কই আমি তো সবার ফোনই ধ.ধ. ধরি"....মিথ্যুক কাহিকা!
আচ্ছা, সত্যি করে বল, কেন ফোনটা ধরেছিলি??
এটা কি আমার ঈদ উপহার নাকি কখনো ভুল করেও মনে করেছিলি আমায় ??

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




