আজ সকালে পরীক্ষা ছিল আমার,তুই তো জানতি না।বন্ধুর সাথে রিকশা করে তোর এলাকা দিয়ে যাচ্ছি। হঠাৎ একটা দল চোখে পড়ল; দলের প্রথমে লিড দিচ্ছে তোর বন্ধু। বুকটা ধক করে উঠল.... খানিকটা মাঝে তাকাতেই চোখ পড়ল তোর দিকে। ইশ! কি হাল করেছিস নিজের!সারাদিন ঘুরে বেড়াস বুঝি? হোক তোর এলাকা, তবুও ঐ ট্রাউজারটা পড়ে এভাবে বেরোলি? চুল আঁচড়াসনি ক'দিন হল?আরে গালে শেষ রেজর পড়েছিল কবে???এতো এলোমেলো তবুও তোকে যে কি সুন্দর লাগছিল! ইচ্ছে করছিল ঐ দাঁড়ি না কাটা গালটায় চকাস করে একটা চুমো বসিয়ে দিই।
ছাই! ছাই বসাব! তুই আমার কে??বাসন্তী রঙের জামা পড়া আমাকে একবারের মতও ফিরে দেখলি না!
আমি তোর দিকে হা করে তাকিয়ে আছি, কিন্তু রিকশা তো রিকশার মত ছুটে চলেছে। বন্ধুবেষ্টিত তোকে চিৎকার করে ডাকব আর আমার-তোর বন্ধুরা হা করে দেখবে এবং এর মাঝে তুই আমাকে ফিরিয়ে দিবি! এটা আমি সহ্য করতে পারবনা।কিন্তু তুই এভাবে সামনে দিয়ে যাবি আর আমিও চুপ করে থাকব? কখনো না। তাই আমার হাত থেকে প্রথম কাঁচের চুড়িটা খুলে ছুঁড়ে দিলাম তোর দিকে.... পেছনে তাকিয়ে দেখলাম চুড়িটা ভেঙেছে আর বুঝলাম তুই আমাকে দেখিস বা না দেখিস কোনদিন চুড়িটা তুলে নিবি না। আমি রেগে গেলাম।রিকশা ছুটে চলেছে আর আমি একটু পর পর একটা করে চুড়ি খুলে ফেলে দিচ্ছি। আমার বন্ধু ব্যাপারটা হঠাৎ করেই দেখে চোখ কপালে তুলে বলল "কি করছিস তুই?"
আমি বুঝতে পারলাম যত যাই হোক আমার আরেকবার তোকে দেখা চাই। আমি ব্যাগটা বন্ধুর হাতে দিয়ে বললাম, তুই যা.... আমি আসছি। রিকশাটা একটু থামাতে বলে প্রায় চলন্ত রিকশা থেকে লাফিয়ে পড়ে পাগলের মত পেছনে ছুটতে লাগলাম......
কিন্তু, কোথায় তুই? কোন বাঁকের আড়ালে হারিয়ে গেছিস!!! কষ্টে যেন দম বন্ধ হয়ে আসতে চায়। আমি মানতে পারিনা। আরো পেছনে ছুটে যাই। বসন্ত সাজে সাজানো মাত্র খুলতে থাকা দোকানগুলোর ভেতরে খুঁজতে থাকি। আমার ছোট্ট জীবনের এক টুকরো আনন্দ আমার বসন্ত তুই কোথায়? আমার বাসন্তী রঙের ভালবাসা, আমার শারদ শিশির, আমার রক্তপদ্ম, তুই কোথায়???
এভাবে কতক্ষণ ছুটেছি জানি না।হঠাৎ হাতের মুঠোফোন বেজে ওঠে। অসহিষ্ণু গলা ভেসে ওঠে ওপাশ থেকে "কিরে তুই কই? পরীক্ষা দিবি না আজকে? আর মাত্র মিনিট দশেক বাকি?" আমি জায়গাটার নাম বলে বললাম রিকশা নিয়ে ফিরে আসছি এখুনি। ওপাশ থেকে বন্ধু যেন রাগে ফেটে পড়ল," তুই ফিরে আসবি কেমনে, তোর ব্যাগ-টাকা-সবকিছুই তো আমার কাছে। আমি রাব্বিকে পাঠিয়ে দিচ্ছি, তোকে মোটরসাইকেল করে নিয়ে আসবে।" আপত্তি করার আগেই ফোন কেটে গেল... স্হানুর মত দাঁড়িয়ে থাকে আমার হাতে টান অনুভব করলাম।জানি অসম্ভব, তবুও মনে হল তুই। কিন্তু বাস্তবতা এতো সহজ নয়, রাব্বি আমাকে নিতে এসেছে।
আমি তবুও খুঁজে বেড়াই... তোকে..... আমার বসন্তকে... পথ ভুল করেও যদি একবার আসিস এই শীতার্ত,তৃষ্ণার্ত আমার জীবনে....

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




