ফিরে এসো মায়াবতী
মিছে মায়ার ভুল সে পথ তোমার নয়!
তোমার ঐ দ্বিধান্বিত মনের ভালবাসা টুকু আপাতত তোমারই থাক!
লাশের মিছিলের পদধ্বনি আমার কানে বাজে!
আমি মিশে যাই মৃত্যু স্রোতে রক্তাক্ত এই হৃদয়ের
ভালবাসায় এতটুকু যদি সিক্ত হও
তবে কুড়িয়ে নিয়ে এসো
ভুল পথিকের পায়ে সঁপে দেয়া সেই ভালোবাসা টুকু!
সবটুকু ভালবাসা দিয়ে হাত ধরো লাশের মিছিলে ছুটে চলা সেই উদ্ভ্রান্ত পথিকের!
ফিরিয়ে আনো জীবনের পথে!
ফিরে এসো মায়াবতী!
ফিরে এসো !!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



