
কতদিনে বছর হয়? ১৬ বছরে কতদিন? কত দ্রুত সময় যায়৷! কতকি বদলায়! কত জন, কত কিছু হারিয়ে যায়! কত চাওয়া ফুরিয়ে যায়, গুড়িয়ে দেয়া হয় কত স্থাপনা! নিভে যায় সলতে, ডুবে যায় কত তীর ; ভেঙ্গে যায় কত বাঁধ, পড়ে যায় পাঁচিল।
মন শুধু মন থাকে অবিকল আগের জায়গায়। বুড়ো হয় না, ক্ষয়ে যায় না; এমনকি রঙ একই থাকে!
তাইতো চারপাশে এত পরিবর্তন মেনে নিতে হোঁচট খায়, ব্যথা পায়।
বিচিত্র জগৎ সংসার, বিস্ময়কর সময়স্রোত!
*প্রিয় ছাতিম ফুলের গাছ, এতটাই প্রিয় যে ছবির দিকে তাকিয়ে মনে হচ্ছে ঘ্রাণ পাই।
সর্বশেষ এডিট : ২০ শে অক্টোবর, ২০২৪ রাত ৯:৫৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




