আমাদের এডমন্টনের বাসায় এক ঠিকাদার কম খরচে বেইজমেন্ট ফ্লোর (গ্রাউন্ড লেবেলের নিচে) ফিনিশিংয়ের কাজ করে দিয়েছিলেন তিন বছর আগে। অন্য ঠিকাদারদের চেয়ে প্রায় ২০ শতাংশ কম খরচে তিনি কাজটা করেছিলেন। একারণে আরো কয়েক দেশি পরিবারের কাছে সেই ঠিকাদারকে পরিচয় করিয়ে দিয়েছি। তাঁরাও তাঁর কাজে খুশি।
সেদিন এক প্রতিবেশী শ্বেতাঙ্গ কানাডিয়ান মেয়ের সাথে আমার কথা হচ্ছিলো। তাঁর বেইজমেন্টের আলাপ করতেই আমি তাঁকে আমার সেই ঠিকাদারের নাম, ফোন নম্বর দিলাম। ঠিকাদার ফিলিপাইন থেকে বছর দশেক আগে ইমিগ্রেশন নিয়ে কানাডায় এসেছেন।
সপ্তাহদুয়েক পর সেই মেয়ে আমাকে ফোন দিলেন। বললেন, তোমার সেই ঠিকাদার যে দর দিয়েছেন তা অন্যদের তুলনায় প্রায় ২৫ শতাংশ কম। তাই, আমি কাজ তাঁকে দিতে পারছি না।
আমি বললাম, 'কেন, কম হলে তো তোমার জন্য ভালো।'
তাঁর উত্তর, 'এত কম ভালো না, তিনি সম্ভবত তাঁর ওয়ার্কারদের কম বেতন দেবেন, বা অতিরিক্ত খাটাবেন। I suspect labor exploitation here. (এখানে শ্রমিকের শোষণ হতে পারে সন্দেহ করছি।)'
- আমরা কি কখনো এভাবে ভাবি?
সর্বশেষ এডিট : ২২ শে ফেব্রুয়ারি, ২০২২ সকাল ১০:০৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



