উনি হালাল-হারাম মেনে চলাদের দলে! =
দেশে বেড়াতে গেলে হঠাৎই এক আত্মীয়ের বাসায় এক নতুন আত্মীয়ের সাথে কথা হলো। তিনি সরকারি চাকুরী করেন। যে ডিপার্টমেন্টে তিনি চাকুরী করেন দেশে ওই ডিপার্টমেন্টে দুর্নীতির ব্যাপক বদনাম আছে।
কথায় কথায় দুর্নীতির প্রসঙ্গটা আলোচনায় চলে এলে তিনি বললেন, 'আমাদের অফিসে কিন্তু সবাই দুর্নীতিবাজ না। মুষ্টিমেয় কিছু দুর্নীতিবাজের কারণে সবার বদনাম।'
ওই আড্ডায় উপস্থিত আরেকজন তখন রসিকতা করে বললেন, 'আপনার কি অবস্থা ভাই?'
- আমি হালাল-হারাম মেনে চলাদের দলে। প্রতি ফাইল স্বাক্ষরের জন্য আমি এক হাজার টাকা পাই। এটা ঘুষ না; এই রেইটটা আমাদের সিনিয়ররা কয়েকবছর আগে ঠিক করে দিয়েছেন। আমরা জাস্ট সেটা ফলো করি। নিয়ম মেনেই টাকাটা আসে।'
- দিনে কয়টা ফাইল স্বাক্ষর করেন?
- ৩০/৪০ টা তো হবেই।
- বাহ্, তবে তো আপনার হালাল ইনকামই দিনে তিরিশ-চল্লিশ হাজার টাকা।
- না, আরেকটু বেশি হবে। শিপমেন্টের ইন্সপেকশনে গেলে আরো কিছু এক্সট্রা পাই। ওরাই দেয়, আমি কারো কাছে হাত পাতি না। ওটা বাবার মানা।
উত্তর শুনে আরেক মুরুব্বি বলে উঠলেন, 'আপনি তো তাহলে ভালোই অনেস্ট! লোকে খামাখাই আপনাদের বদনাম করে।'
কোন কথা না বলে আমি কেবল বেকুবের মতো শুনলাম। বেশ উপভোগ্য আলোচনা বটে!
যোগাযোগ: [email protected]
সর্বশেষ এডিট : ০১ লা অক্টোবর, ২০২২ রাত ৮:১৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




