ক্রিকেটার সাকিব আল হাসান এর আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা প্রসঙ্গে তাঁর এলাকার এক চা দোকানি (সেন্টু)-কে জিজ্ঞেস করা হলে তিনি উত্তর দেন এভাবে: 'সাকিব আমাদের মতো দরিদ্র মানুষের কোন কাজে আসবে বলে মনে হয়না। শুনেছি, তিনি অঢেল টাকার মালিক, কিন্তু তাঁর পক্ষে বলার মতো আমার কিছু নেই।' [সূত্র: মানবজমিন; ২৪ নভেম্বর, ২০২৩]
মাগুরার বিশিষ্ট রাজনৈতিক নেতা মাজেদুল হক সাকিব সম্পর্কে বলেন, 'সাকিব ক্রিকেটে ভালো, কিন্তু রাজনীতিতে তাঁর কোন অবস্থান নেই। তিনি জেলায় গোপন আসেন, আবার গোপনে চলে যান। কেউ তাঁকে দেখতে গেলেও তিনি বিরক্ত হন।' [সূত্র: মানবজমিন; ২৪ নভেম্বর, ২০২৩]
এবার বুঝুন কারা আসলে বাংলাদেশের সংসদে এলাকার জনগনের প্রতিনিধিত্ব করেন বা করবেন। তাই প্রশ্ন জাগে, বাংলাদেশে গণতন্ত্র বলে কিছু কি আদৌ আছে?
সর্বশেষ এডিট : ২৪ শে নভেম্বর, ২০২৩ সকাল ১০:৪২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




