ক্ষমতায় থাকাকালে বেগম খালেদা জিয়ার দুই পুত্রের কর্মকান্ডে জাতি অতিষ্ঠ হয়ে পড়েছিল। অন্ধ পুত্রস্নেহের কারণে বেগম জিয়া তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থাই নেননি। ফলে, দেশবাসী তাঁর উপর ত্যক্তবিরক্ত হয় যার অনিবার্য পরিনাম তাঁকে আজ ভোগ করতে হচ্ছে।
বর্তমান সময়ের অতি দৃষ্টিকটু নির্বাচনের আয়োজন বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাকেও বেগম খালেদা জিয়ার পরিণতির দিকেই নিয়ে যাচ্ছে বলে অবস্থাদৃষ্টে মনে হয়। অনেকের মতো আমারও ধারণা, এ নির্বাচন অনুষ্ঠানের পর দেশ আরো অস্থিতিশীল হয়ে পড়তে পারে। তখন ক্ষমতা ছেড়ে দিয়েও শেষ রক্ষা হবে না হয়তো।
পরাশক্তিকে চ্যালেঞ্জ করে চলার মতো শক্তি বা সঙ্গতি বাংলাদেশের এখনও হয়নি। একটা গ্রহণযোগ্য নির্বাচন দেশের মানুষের স্বার্থে একান্তই প্রয়োজন। ব্যক্তিবিশেষের গোঁয়ার্তুমির খেসারত যেন দেশের সাধারণ মানুষকে দিতে না হয়।
সর্বশেষ এডিট : ১৭ ই ডিসেম্বর, ২০২৩ রাত ৩:০৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



