আগের পর্ব: রুকু-১
পর্ব: ৩৩.২.০১ (আয়াত ১৩-২১)
সূরা: ইয়াসীন
অর্থ: ইয়াসীন, (আরবি বর্ণমালার দুইটি বর্ণ)
সূরার ক্রম: ৩৬
পারা: ২২-২৩
অবতীর্ণ: মক্কা
সর্বমোট আয়াত : ৮৩
রুকু: ৫
শুরু করি তা্ঁর নামে আল্লা যিনি
পরম করুণাময় দয়ালু তিনি।
রুকু-২
বর্ণনা কর তুমি সেই নগরের
রাসূল আসিয়াছিল শোধিতে তাদের,
তিনটি রাসূল তাদের আমি পাঠালাম
অপবাদ পেল তারা মিথ্যেবাদী নাম।...............(১৫)
রাসূলেরা তারপরও বলিল তাদের
নিশ্চয়ই প্রেরিত মোরা শোধিতে তোদের,
দায়িত্ব পেলাম শুধু সত্য প্রচারের।...................(১৭)
তারা বলে তোমরা অশুভ লক্ষণ
না যদি থামো তবে মারিব তখন,
পাথর মারিয়া মোরা ধ্বংস করিব
আমরা তোমাদের শাস্তি দিব!..........................(১৮)
রাসূলেরা বলিলেন তোমাদের মন
উপদেশ মনে কর অশুভ লক্ষণ?
তোমরা আসলে কর সীমা লঙ্ঘন।....................(১৯)
দূর হতে এক লোক দৌড়ে আসিল
নবীকে মানিতে তাদের উপদেশ দিল,
বলিল চায় না এরা কোন বিনিময়
তাদেরে মানে যারা সৎপথে রয়।.......................(২১)
======================(রুকু-২ চলবে)==============
এমপিথ্রি ডাউনলোড করুন: এখান থেকে
ডিসক্লেইমার: পবিত্র কোরআন শরীফ আরবিতে ছন্দোবদ্ধ আকারে নাযিল হয়। কুরআন শরীফ সর্বপ্রথম বাংলা তর্জমা করেন ড. গিরীশচন্দ্র সেন। ২০০৬ সালে গবেষক পান্না চৌধুরী সম্পূর্ণ ৩০ পারা কুরআনকে বাংলায় ছন্দোবদ্ধ আকারে অনুবাদ করতে সক্ষম হন।ছন্দোবদ্ধ অনুবাদ বলতে প্রতিটি লাইনের শেষ বর্ণের উচ্চারণের মিলটুকু বুঝানো হয়েছে। একে ছন্দের প্রকারভেদের মধ্যে ফেলা যাবে না।
আল-কোরানের বাংলা অনুবাদ ডাউনলোড করুন ইউনিকোডে:
1. Click This Link

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


