
দ্বার রুদ্ধ করে দেখেছি আমি,
দেখেছি এ মনের আগল আলগা করেও।
টিপটিপে অনুভূতিরা যখন নেমে যায় মনের গা বেয়ে–
রেটিনার দেয়াল হাতড়ে হাতড়ে... তখনও খেয়াল করেছি।
কিংবা
টর্নেডোর তাণ্ডবে টুকরো হওয়ার বরাভয়ের মাঝে
বাতাবরণ খুলেও দেখেছি বার কয়েক।
কিন্তু ... কিন্তু সারোদের সুরে সুরে এ মনের পর্দায়
আমি পারিনে আপনার উঁকি মারা রুখিতে।
পারিনে উচ্ছ্বলতায় বাঁধনহারা মৃত্যু-নেশার নোনা জলে বার বার আপনার ভেসে ওঠা ঠেকাতে।
সুরের মিছিলে মিছিলে একে একে দখল হয়ে যায় কাছারি,
আড়ত, অন্দরমহল, তালুক-তল্লাট —সব।
আমি পড়ে থাকি দুবলার চরে মাছের চোখে
কোনো এক কূল-খোয়া পাথারের ঊর্মি আমায় উঠিয়ে নেবে বলে
নেবে কোন সে এক নাম না-জানা অসীম শূন্যেতে।
অনন্ত হারের বাজিতে নিঃস্ব আমি রিক্ত।
সমস্ত সেরেব্রাম আমার গড়া তখন শুধু নিরজা নিউরনে।
ওগো...
ওগো নীরবালা নীরজা!
শরতের কড়চা
সারদের সুরে সুরে স্মরি যে তোরে।
কোলাহল কলতান
বিস্মৃতির অবদান
নইলে নয়ান নীরে ভাসাইত ধরে।
ছবিঃ পিন্টারেস্ট
(উদ্দেশ্য করে যারে গেঁথেছি এ কথার মালারে, তার চোখে পড়ার সম্ভবনা নাই।)
সর্বশেষ এডিট : ১৬ ই ডিসেম্বর, ২০২৫ রাত ২:৪১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




