সংবাদপত্র মারফত জানা গেলো প্রযোজক মো. নাজিম উদ্দিন চেয়ারম্যান ‘বিদ্রোহী গার্মেন্টেস কন্যা’ নামে মুভি বানাচ্ছেন। বছর পেরিয়ে সেই মুভি প্রেক্ষাগৃহে মুক্তিও পেল। কিন্তু ‘বিদ্রোহী গার্মেন্টেস কন্যা’ থেকে ‘বিদ্রোহী’ শব্দটি বাদ গেল। কি সেই ঘটনা, যার কারণে গার্মেন্টেস কন্যা’র বিদ্রোহ খামোশ হয়ে গেল?।
গার্মেন্টস কন্যা মুভিটি দেখেছিলাম ২০১১ সালের অক্টোবর মাসে।
এই মুভির ঝকঝকে বস্তি, মালিক এবং গার্মেন্টস দর্শকদের মনও কেড়েছে। মুক্তির পয়েলা সপ্তাহের শেষদিন টিকেটের গায়ের মূল্যের চেয়ে পনের টাকা (কমপক্ষে) বেশি দিয়ে দুপুর তিনটার শো’তে দর্শকের অভাব হলো না। দর্শকের বড় অংশই গার্মেন্টেস কর্মী। উল্লেখযোগ্য সংখ্যক দর্শক নারী দর্শক। হলের মালিকদের দাবি মতে, তখন পর্যন্ত বছরের সবচেয়ে ব্যবসা সফল মুভি ‘গার্মেন্টস কন্যা’। প্রথম দিনেই আয় ১০ লাখ টাকার দাপটে দ্বিতীয় সপ্তাহে বাড়ে প্রিন্ট সংখ্যা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


