প্রথম পাতায় সামুতে ঠাঁই পাওয়া মানে অকূল সাগরে কূল খুঁজে পাওয়া। লেখালেখির খুব একটা অভ্যাস নাই। তারপরও ব্লগ পড়তে পড়তে একটা আত্মবিশ্বাস চলে এসেছে, ঐ সব আবোল তাবল পোষ্ট যদি এত মন্তব্য পায় তাহলে আমার মত অলেখকরা কেন লিখতে পারবে না। আর তাই প্রথম পাতায় ঠাঁই পেয়ে লম্বা একটা নিঃশ্বাস নিলাম। মনে হলো মুক্ত বাতাসের নিচে একটা স্বস্তির নিঃশ্বাস বেরিয়ে এলো বুকের গভীর থেকে। সামু মডুদের অনেক ধন্যবাদ শুভেচ্ছা।
এবার কিছু এলোমেলো কথা শেয়ার করবো। কখনো ব্লগে না লিখলেও অনেক ব্লগার আছেন পরিচিত। তাদের মারফতে অনেক ইন্টারেস্টিং প্রেমের কাহিনী তাও আবার ব্লগে ঘটে যাওয়া ঘটনা শুনলাম। ব্লগ মূলতঃ একটা নেশার মত জগত। যিনি একবার এই প্রেমে পড়েছেন তার আর রক্ষা নাই। আর যদি ব্লগার হয় মেয়ে, তাহলেতো কোন কথাই নাই। অবিবাহিত এমনকি আবিয়তি তথা আনম্যারেড পুলা-পাইন উক্ত ব্লগারের প্রেমে হাবুডুবু খাইতে দেখছি।
কোন লেখা যদি উক্ত মাইয়া ব্লগার দিয়া থাকেন, তখনই বীর পুরুষের মত ব্লগাররা ঝাঁপাইয়া পড়েন। লেখা ভালো না হইলেও বলতে থাকেন, আহা কি সুন্দর কি অসাধারন একখান লেখা লিখিয়াছেন........
আর উক্ত মাইয়া ব্লগার ভাবতে থাকেন আহা পুলা-পাইন কত মদন!....
আবার এমনও শুনেছি বাস্তবিক লাইফেও অনেক ব্লগার কমিউনিকেশন করেন। এবং সেটা প্রেমের সম্পর্ক পর্যন্ত গড়ায়। ব্যায়াফুক বিনুদনের জগত ব্লগ। আশা করি আপু ভাইয়ারা চালাইয়া যাবেন।
নিজের মত কিছু কথা বকর বকর করলাম। আশা করি আমার কথায় কেউ র্মমাহত হইবেন না। সামু ব্লগের সবাইকে শুভেচ্ছা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


