সামু ব্লগের সাথে পরিচয়ের পর থেকে আজ পর্যন্ত সামুর কাছ থেকে কত কিছু যে শিখতে পারছি তার কোনো হিসেব নেই | যে কোনো টেকি সমস্যা সমাধানের জন্য টেকি ভাই দের কাছে আমি কৃতজ্ঞ |
গত ২৪ তারিখ টেকি হেল্প চেয়ে একটা পোস্ট করেছিলাম (Click This Link), তাতে টেকি ভাই দের যে সাড়া পেয়েছি , তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশের জন্যই আমার আজকের এই পোস্ট |
টেকি ভাই দের কাছে আমার দুটি প্রশ্ন:
১ .লোকাল হোস্ট এবং হোস্টিং সাইট এর মধ্যে পার্থক্য কি ?? আমি একই পিসি থেকে কি দুই জায়গায় কাজ করতে পারব ?? কিভাবে ??
২ .আমি ফ্রি তে ডোমেন এবং হোস্টিং নিয়েছি | হোস্টিং নিতে গিয়ে জুমলা অটো ইনস্টল হয়ে গেছে( ইমেল পাঠাইছে )| আমি আলাদা আবার জুমলা ইনস্টল করছি | এতে কোনো প্রবলেম হবে ??
আমার টেকনিক্যাল নলেজ খুব কম ,একটু যদি বিস্তারিত বলতেন..........

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




