মা ফোন করে কান্না জড়িত
কন্ঠে যখন বলে "তুই নাই বাসায় আমার খেতে ইচ্ছে করছে না। তুই খেয়েছিস বাবা?" তখন ভাবি এটাই
ভালোবাসা....
!
মাস শেষে ত্রিশ হাজার
টাকা বেতন পেয়ে দশ হাজার
টাকা পাঠানোর পরে বাবা যখন বলে, "আমাদের আর খরচ কি? তোর টাকা লাগলে বলিস" অথচ আমি জানি আমি ছাড়াও ফ্যামিলিতে আর কজন সদস্য আছে। তখন ভাবি বাবার এই
মিথ্যা কথাটাই
হয়তো ভালোবাসা....
!
বাসা থেকে আসার
সময় দাদু যখন বলে,
"আজকে না গেলে হয়না?"
তার টলটলে চোখ দেখে মনে হয় এই মায়াটাকেই হয়তো ভালোবাসা বলে....
!
বোনের বাসায় একটু দেরি
করে গেলেই যখন বলে,
"কেন আসছিস?
আমার কোন ভাই নেই", আবার পরক্ষনেই জড়িয়ে
ধরে ফুফিয়ে কাঁদে।
তখন মনে হয় এই হচ্ছে শুদ্ধতম ভালোবাসা...
!
আগের দিন খেলার মাঠে খেলা নিয়ে দুই বন্ধুর মারা মারি কিন্তু পরের দিন ঠিক ই
দুজন এক সাথে এটাই
হলো ভালবাসা!!
!
ভালোবাসা ছড়িয়ে আছে জীবনের পরতে পরতে।
শুধু তাকে চিনে নিতে হয়,
বুঝে নিতে হয়.......
#অপু

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



