বিয়ের আগে
-- কিরে তোকে আজকে সায়েমের (ছদ্মনাম) সাথে দেখলাম রাতে পার্টিতে গেলি।
-- আরে তাতে কি হয়েছে। তুই আমার বয়ফ্রেন্ড তাই বলে কি আমি অন্য কোন ছেলের সাথে টাইম স্পেন্ড করতে পারব না?
-- এটা কোন কথা? আমাকে বলতে পারতি, আমি তোকে নিয়ে যেতাম। এভাবে অন্য একটা ছেলের সাথে জড়াজড়ি করতে লজ্জা করল না?
-- একবিংশ শতাব্দিতে এসে এগুলা কি বলছিস তুই? সেকেলেই থেকে গেলি। মাই বডি মাই চয়েজ।
-- কিন্তু তুই আমার গার্লফ্রেন্ড,এটা কি আমার সাথে প্রতারনা না??
--আরেহ থামতো তুই পশ্চাতপদতা নিয়ে ঘুরছিস। আধুনিক হবি কবে? সহীহ পোগতিশীল হওয়ার কোন যোগ্যতাই তোর নেই।
বিয়ের পর
-- কিরে তুমি লাল শাড়ী পরা মেয়েটার দিকে ওভাবে ড্যাবড্যাব করে তাকাচ্ছিলা কেন?
-- আরে তাতে কি হয়েছে? তুমি আমার বউ তাই বলে কি অন্য মেয়ের দিকে তাকানো যাবে না? এটা কোন ধরনের নিয়ম? কোথায় আছে এগুলা?
-- আল্লাহ নিষেধ করছে। এছাড়াও এটা আমার সাথে প্রতারনা করা হয়।
--সহীহ পোগতিশীল হওয়ার একমাত্র গুত্রুত্বপূর্ণ বৈশিষ্ঠ্য তুমি লংঘন করছো। মাই বডি মাই চয়েজ। এখানে আবার রুলসের কি আছে? আমার দেখতে ইচ্ছা করছে দেখব, ছুঁতে ইচ্ছা করলে ছুঁবো।
( তাইতো সহীহ পোগতিশীল হতে হলেতো আল্লাহর নাম মুখে নেওয়া যাবেনা। কিন্তু কালকে ও যদি অন্য একটা মেয়েকে নিয়ে আসে আর আমাকে বলে, "তোমাকে আমার পছন্দ না, তুমি দূর হও। মাই বডি মাই চয়েজ। "
তখন আমি কি করব? ধুর এত চিন্তা করে কি লাভ। মাই বডি মাই চয়েজ।)
সংবিধিবদ্ধ সতর্কীকরনঃ- এখানে কোনভাবেই প্রেম নামক হারাম সম্পর্ককে প্রমোট করা হয়নি। যারা বুঝেন তারা ইশারায় বুঝেন। ভুল ম্যাসেজ না নেওয়ার জন্য অনুরোধ।
সর্বশেষ এডিট : ১৩ ই জুলাই, ২০২৩ রাত ৯:৩৬