বলো রাখিনি পা, তোমার দুয়ারে
দোয়াতের কালি ঢেলে ফেলে একাকার রাত্রি
শ্রাবণ মাস সাইকেলে আটকে কোলা ব্যাঙের ছা
পড়ে গেছি মুখ থুবড়ে এখনো সোজা হয়ে দাঁড়াতে পারিনি।
প্রসঙ্গত উল্লেখ থাকে আমরা
এখন আলাদা আলাদা থাকি। ঘরের ভিতর ঘর
বুকের ভিতর নদী আমরা মিশে গেছি সমুদ্রে
এত বড় জলাশয়, তোমার দেওয়া চোখের জল
কোথায় খুঁজে পাই …..

সর্বশেষ এডিট : ১১ ই জানুয়ারি, ২০২৩ সকাল ৯:০১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



