
অনুসিদ্ধান্ত - ১
কোমলমতিরা একজন সুদখোরের হাতে দেশটা তুলে দিলো।
রায়: অতীতে সকল অলি-আল্লাহরা দেশ চালিয়েছে। তাদের কোনো ব্যাংক ছিলো না, তারা কখনো ঋন নেয় নি এবং দেশ থেকে মাত্র ৯২ বিলিয়ন ডলার লুট হয়েছে থুক্কু ঐটা তো পরিশ্রম করে উপার্জন করেছে।
অনুসিদ্ধান্ত - ২
এত ইয়ং দের স্যার ডাকতে হবে বিষটা কিরকম
রায় - আপনার জন্য জগৎ বিখ্যাত ইয়াবা বদি স্যার আছে।
অনুসিদ্ধান্ত - ৩
সমন্বয়কদের উপদেষ্টা পরিষদে রাখা ঠিক হয়নি কারন তারা বয়সে ছোট।
রায়- স্বাধীনতার পর থেকে বাংলাদেশে সকল অভিজ্ঞ লোকজন চালিয়েছে এই জন্য বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল।
অনুসিদ্ধান্ত - ৪
সমন্বয়কদের উপদেষ্টা পরিষদে ব্যপারটা মানা যাচ্ছে না।
রায় - আসলে আমার মত গর্তে বসে কিবোর্ড যোদ্ধাকে উপদেষ্টা বানালে ভাল হতো।
অনুসিদ্ধান্ত - ৫
যারা বলছে সমন্বয়কদের উপদেষ্টা পরিষদে রাখা ঠিক হয়েছে তারা আবেগে বলছে।
রায় - জ্বি। বাংগালী সারা জীবন বিবেক দিয়ে কাজ করেছে এই জন্য আমরা বেহেস্তে আছি।
উপসংহার : যারা পুরো জাতিকে নেতৃত্বদিয়ে একটি স্বাধীনতার স্বাদ নিতে দিলো তাদের চেয় যোগ্য নেতৃত্ব আর কেও হতে পারে না। তাদের মেধা ও প্রজ্ঞার আভাব থাকলে জাতি আজ পরাধীনতার শৃংখল থেকে মুক্ত হতো না।অভিজ্ঞতার অবশ্যই দাম আছে কিন্তু তারুণ্যের শক্তিকে অবহেলা করতে পারেন না।সুযোগ দেয়ার পর ভাল- মন্দ বিচার করতে হয়।এত অধৈর্য হলে হবে না।অনেকেই তো শাসন শোষণ করলো দেখেন না কি হয়।পরশ্রীকাতরতার জন্য সমালোচনা না করে উৎসহ দিন যারা এত বন্ধুর পথ অতিক্রম করেছে তারা হতাশ করবেন না। ৮৪ বছরের সাথে ২৬ বছরের যে কম্বিনেশন আমার দৃষ্টিতে অসাধারণ। বাংলাদেশ ভাল কিছু পেতে যাচ্ছে ইনশাআল্লাহ।
সর্বশেষ এডিট : ০৯ ই আগস্ট, ২০২৪ রাত ১:২৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



