
ঘটনা - ১
সলিমুল্লাহ মেডিকেল কলেজ।বৈষম্য বিরধী আনদোলনে উত্তাল সারাদেশ। সারাদেশের মত সকালে ক্যাম্পাসে সাধারন ছাত্র-ছাত্রীদের বিক্ষোভ মিছিল হচ্ছে। নিরস্ত্র মিছিলে হঠাৎ ছাত্রলীগ কর্তৃক আক্রমণ। অনেকে আহত হয় তার মধ্যে একটা ঘটনা সবার দৃষ্টি কাড়ে। এক ছেলে এক মেয়ের হিজাব টেনে খুলতেছে। মেয়েটার নাক দিয়ে রক্ত রের হচ্ছে।খোজ নিয়ে জানা যায় ছেলেটা কলেজ ছাত্রলীগের নেতা। ছেলের নাম তন্ময় দাশ।
এখন তার কৃত কর্মের জন্য যদি সে আক্রান্ত হয় তাহলে তা সাম্প্রদায়িক দাঙ্গা বলে গণ্য হবে কি?
ঘটনা - ২
এক সমাজ।হিন্দু মুসলমানদের বসবাস। স্বভাবিক ভাবেই গ্রামে মসজিদ এবং মন্দির রয়েছে এবং তা অলমোস্ট কাছাকাছি। এলাকার মুসলমানরা একটা ওয়াজ মাহফিলের আয়োজন করলো।কিন্তু হিন্দু নেতা তার সকল ক্ষমতা প্রয়োগ করে মাহফিল বন্ধ করে দিলো এবং পরবর্তীতে তারা আর কোনো বছর মাহফিল আয়োজন করতে পারলো না।মুসলমানরা বছরের পর বছর আপেক্ষা করলো পালা বদলের।
ক্ষমতার পালা বদলে অরক্ষিত সময়ে তারা তাদের জমানো ক্ষোভের উদগীরণ ঘটালো মন্দিরের উপর আক্রমণ করে।এবার এ ঘটনাকে টার্গেটেড সাম্প্রদায়িক দাঙ্গা হিসেবে ব্যাখ্যা করবেন।
ঘটনা - ৩
দুর্দান্ত প্রতাপশালী নেতা। তার কথা এলাকার অঘোষিত আইন।১৫ বছর শাষণ আমলে সে এলাকায় একক অভিভাবক। তার কথায় পুলিশ, থানা, আইন চলে। তার বিরোধী মতের মানুষকে প্রথমে ব্যবসা বানিজ্য থেকে উচ্ছেদ তার পর মামলায় পর মামলা দিয়ে জেলখান, জেলখানা থেকে বের হয়ে ঘরে না ঘুমাতে পারা।
এখন এই নেতার নাম যদি শ্রী যুক্ত হয় এবং ক্ষমতার পালাবদলে তার প্রতি আক্রমণ হয় তবে কি সাম্প্রদায়িক দাঙ্গা হিসেবে গণ্য হবে।
মন্তব্য : এদেশের সাধারণ হিন্দু, মুসলমান সমাজ এইসব দাঙ্গা বোঝে না। কিছু স্বার্থন্বেষী মানুষ এই সেন্টিমেন্ট কে ব্যবহার করে আসছে যা বৃটিশ সময় থেকে চলমান।সবাই চোখ কান খোলা রাখুন, নিজের দেশকে ভালবাসুন, অন্যের হীন স্বার্থ চরিতার্থ করার জন্য নিজেকে ব্যবহার হওয়া থেকে বিরত রাখুন।
সর্বশেষ এডিট : ২০ শে আগস্ট, ২০২৪ রাত ২:০৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



