
একটা গল্প লিখবো ফেনিয়ে–ফাঁপিয়ে
গল্পের চরিত্রগুলো পাহাড়ের বুক চিরে অনায়াসে বেরিয়ে আসা স্বতঃস্ফূর্ত ঝরনার মতো তর তর করে এগিয়ে যাবে
অভিধানের মৃত শব্দের শিলাস্তূপ থেকে বাঘা বাঘা শব্দ বাছাই করে সৃষ্টিশীল গল্পের সুপার ডুপার লেক ভিউ বানাবো
গল্পের প্রত্যেকটি বাঁক পাঠককুলকে টেস্ট খেলার মতো আলতো-স্পর্শ করে রোমান্টিক থরথরতা
উপহার দেবে
সময়ের সঙ্গে সঙ্গে আমার লেখা গল্পটি হয়ে উঠবে আরও থমথমে, আরও গাঢ় ও সান্দ্র!
এই গল্পের ঝালরবাতি থেকে ঠিকরে পড়বে রংধনুর সাতটি সুবর্ণ রেখা!
আমার গল্পের শব্দরা খোলস ছেড়ে এক অলৌকিক আনন্দে হারিয়ে যাবে সবুজ ঘুঘুর নরম পালকে
কাব্যশ্রী নয়,নিজের কথাকে সোজাসাপ্টা প্রকাশই করবো বলেই এ গল্প শেখা
পদ্মশ্রী পুরস্কার নয় একরাশ মুগ্ধতায় ক্ষণিকের জন্য হারিয়ে যাবো বলেই এ গল্প লেখা
শুভশ্রী নয় তোমাকেই নায়িকা বানাবো বলেই এ গল্প হবে সবার সেরা …
সর্বশেষ এডিট : ২৭ শে অক্টোবর, ২০২২ রাত ৯:৩৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




